কুমিল্লায় বর্ণিল সাজে “দেবিদ্বার গার্লস কমিউনিটি” নারী উদ্যোক্তাদের মিলন মেলা অনুষ্ঠিত
- Update Time : ০৭:৫৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
- / 149
সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা
এগিয়ে যাক উদ্যোক্তা, অবিচল থাকুক ‘দেবিদ্বার গার্লস কমিউনিটি’ এই স্লোগানে কুমিল্লা দেবিদ্বারে নারী উদ্যোক্তাদের প্রথম অনলাইন গ্রুপ গার্লস কমিওনিটির আয়োজনে বর্ণিল সাজে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দেবিদ্বারে এই মিলনমেলা সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে এই সংগঠনের মাধ্যমে নিজের তৈরি করা পণ্য বিক্রি করে স্বাবলম্বী হয়েছে এমন কয়েকজন নারী উদ্যোক্তাকে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন আয়োজকরা। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন দেবিদ্বার গার্লস কমিউনিটির টিম মেম্বার সুমি, আয়েশা, নিতু, স্মৃতি , তানিয়া, আনিকা, সুমাইয়া জাহান, আলিফ লায়লা, নাজমা আক্তার, সিমাপাল, মাহবুবা আলম, জামিলা সুলতানা, সুমাইয়া শিমু প্রমুখ।
মিলনমেলায় শতাধিক নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
দেবিদ্বার গার্লস কমিউনিটির এডমিন জাকিয়া সুলতানা বলেন, এ নারী উদ্যোক্তা ফেসবুক গ্রুপের মাধ্যমে দেবিদ্বারসহ জেলার অনেক নারীরা স্বাবলম্বী হয়েছেন। এই সংগঠনটি নারীদের ভাগ্য উন্নয়নে আরও নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। দিনব্যাপী চলা এই মিলনমেলায় শতাধিক নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। পরে কেক কেটে নারী উদ্যোক্তা ফেসবুক গ্রুপের মিলনমেলা উদযাপন করি।
তিনি আরও বলেন, ২০২০ সাল থেকে প্রতি বছর উদ্দোক্তাদের নিয়ে এ আয়োজন করে থাকি। প্রতিবারের মতো এবার ও আয়োজন করা হয়েছে। এখানে যারা অনলাইনে উদ্দোক্তারা কাজ করি সবাই একসাথে হই। এই প্রোগ্রাম করার উদ্দেশ্য হলো আমরা যারা নারী উদ্দোক্তারা আছি সবাই একসাথে হয়ে নিজেদের পরিচিতি আরো বাড়ানো। নারীদের আগ্রহ বাড়ানো, ঘরে বসে কিছু করেও নারীরা এগিয়ে যেতে পারে। ভবিষ্যতে আরো বড় পরিসরে করার ইচ্ছে রয়েছে।