কুমিল্লা ইপিজেড ফাঁড়ি পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ আটক ১
- Update Time : ০৯:২২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
- / 145
সোহাইবুল ইসলাম সোহাগ,কুমিল্লা
কুমিল্লা নগরীর ইপিজেড ফাঁড়ি পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শাকতলা এলাকার আশরাফ টাওয়ার থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গত বছরের ২২ আগস্ট কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মোটরসাইকেল হারিয়েছে বলে অভিযোগ করেন শাকতলা এলাকার মৃত হান্নানের ছেলে মিজানুর রহমান। তার ভাষ্য অনুযায়ী শাকতলা নিজ বাসার নিচ তলার কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে ডিসকাভার ১৫০ সিসি একটি মোটরসাইকেল চুরি হয়। পরে এ অভিযোগের সূত্র ধরে পুলিশ দীর্ঘ মাস খুঁজাখুঁজি করে বৃহস্পতিবার সন্ধ্যায় এএসআই সুজনের নেতৃত্বে শাকতলা এলাকার আশরাফ টাওয়ার থেকে মোটরসাইকেলসহ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি কুমিল্লা নগরীর ১৪ নং ওয়ার্ডের হাউজিং এস্টেট এলাকার আবদুল হামিদ চৌধুরীর ছেলে আবু জাফর ওরফে নিলয় হাসান (২২)।
ইপিজেড ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন বলেন, অভিযোগের সূত্র ধরে দীর্ঘ মাস অভিযানের পর গোপন সংবাদের তথ্য অনুযায়ী শাকতলা আশরাফ টাওয়ার থেকে তাকে গ্রেফতারের পর চোরাই মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলের নম্বর—কুমিল্লা-এল এ-১১-৯৪৮৭।