মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদরাসার অভিভাবক সম্মেলন ও পুরুষ্কার বিতরণ
- Update Time : ০৯:১৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
- / 143
কুমিল্লা প্রতিনিধি
ইসলামিক আধুনিক শিক্ষার অপূর্ণ সমন্বয় শ্লোগানকে সামনে রেখে কুমিল্লা নগরীর মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদরাসায় অভিভাবক সম্মেলন ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টার নগরীর দক্ষিণ চর্থা ১নং ইপিজেড গেইটের সামনে মাদ্রাসার হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা নাজির আহমেদ ফাহিমের সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসার প্রতিষ্ঠাতা পীরে কামেল মাওলানা কবির আহমদ দাঃ বাঃ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি গঠিত হয়েছে সেটির সাথে আমার মায়ের নাম জড়িয়ে আছে। আমার মা-বাবার অবদানের ফসল এই মাদরাসা।কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের জীবন এবং সমাজকে পরিবর্তন করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা এনামুল হক মজুমদার, মুফতি রশিদ আহমদ নাঈম, হাফেজ মাওলানা কামাল উদ্দিন, প্রভাষক কেএম হুমায়ুন কবির, প্রভাষক ডা. এস এম আতিকুল ইসলাম, সাংবাদিক সোহাইবুল ইসলাম সোহাগ, ইব্রাহিম খলিল, কামরুল হাসান, জহিরুল ইসলাম ইলিয়াস, হাফেজ ইব্রাহিম মাহমুদ।
শিক্ষার্থীদের লেখাপড়ার মান বৃদ্ধি ও শিক্ষার্থীদের প্রতি বাড়তি নজরদারি বৃদ্ধির লক্ষ্যে ছাত্রদের মাঝে পুরুষ্কার বিতরণ ও গুনী সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য অভিভাবক, অভিভাবিকা ও গনমাধ্যমকর্মী, ছাত্র-ছাত্রী সহ অনেকে। সমাবেশে দেশ ও জাতির কল্যান কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন চরমোনাই মরহুম পীর সৈয়দ ফজলুল করীম রহ. এর খলিফা মাওলানা আবদুল আউয়াল (খুলনা)।