বঙ্গবন্ধুকে জানতে শিক্ষার্থীদের মধ্যে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ

  • Update Time : ০৬:৩৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪
  • / 207

কক্সবাজার প্রতিনিধি:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ করেছেন কক্সবাজার জেলা আওয়ামীলীগ নেত্রী অধ্যাপিকা রোমেনা আক্তার।

সোমবার (৫ ফেব্রুয়ারি) কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদরাসার হলরুমে এই বই বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ওই মাদরাসার ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল ড. নুরুল আবছার।

বিতরনকালে অধ্যাপিকা রোমেনা আক্তার বলেন, বাংলাদেশ ও বঙ্গবন্ধু একই সূত্রে গাঁথা। বাংলাদেশকে জানতে হলে অবশ্যই বঙ্গবন্ধুকে জানতে হবে। এদেশে স্বাধীনতা, মুক্তিযুদ্ধের ইতিহাস, মাটি ও মানুষের সর্বত্রে বঙ্গবন্ধু মিশে রয়েছেন। আগামী প্রজন্মের মুক্তিযোদ্ধের চেতনা ও সুস্থ ধারার মন বিকাশে বঙ্গবন্ধুর আর্দশ ও তাঁর সম্পর্কে জানা খুবই জরুরি।

এই আওয়ামী লীগ নেত্রী বলেন, পরিবারের একজন মা যদি বাংলাদেশ ও মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস জানে তবে তার পুরো পরিবার বা পরবর্তী প্রজন্ম এই ইতিহাস জানবে। অসমাপ্ত আত্মজীবনী বইটি পড়ে উপস্থিত শিক্ষার্থীরা এক উদ্ভাবনী জীবনের পথের দিশা পাবে। সঠিক পথ চলার অনুপ্রেরণা পাবে। চ্যালেঞ্জ মোকাবিলা করতে শিখবে এবং তাদের পরের প্রজন্মকে শিখাতে পারবে। বঙ্গবন্ধুর জীবনের প্রতিটি দিকই এই জাতির জন্য শিক্ষণীয়। জাতির পিতার এই আর্দশকে ছড়িয়ে দিতে আমাদের একযোগে কাজ করতে হবে। সেই ধারাবাহিকতায় আমার এই প্রয়াস। এটি করতে আমি বদ্ধপরিকর।

তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর এই বই বিতরণ অব্যাহত রাখবে বলে জানান তিনি।

এদিন অনুষ্ঠানে উপস্থিত মাদরাসা শিক্ষার্থীদেরকে মাতৃভাষা, ঐতিহাসিক লাহোর প্রস্তাব, যুক্তফ্রন্ট, মুক্তিযুদ্ধ ও ১৫ আগস্টের কালো রাতের উপর প্রশ্নোত্তরের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীরা পুরস্কার হিসেবে এই বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

এসময় ওই মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media


বঙ্গবন্ধুকে জানতে শিক্ষার্থীদের মধ্যে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ

Update Time : ০৬:৩৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪

কক্সবাজার প্রতিনিধি:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ করেছেন কক্সবাজার জেলা আওয়ামীলীগ নেত্রী অধ্যাপিকা রোমেনা আক্তার।

সোমবার (৫ ফেব্রুয়ারি) কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদরাসার হলরুমে এই বই বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ওই মাদরাসার ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল ড. নুরুল আবছার।

বিতরনকালে অধ্যাপিকা রোমেনা আক্তার বলেন, বাংলাদেশ ও বঙ্গবন্ধু একই সূত্রে গাঁথা। বাংলাদেশকে জানতে হলে অবশ্যই বঙ্গবন্ধুকে জানতে হবে। এদেশে স্বাধীনতা, মুক্তিযুদ্ধের ইতিহাস, মাটি ও মানুষের সর্বত্রে বঙ্গবন্ধু মিশে রয়েছেন। আগামী প্রজন্মের মুক্তিযোদ্ধের চেতনা ও সুস্থ ধারার মন বিকাশে বঙ্গবন্ধুর আর্দশ ও তাঁর সম্পর্কে জানা খুবই জরুরি।

এই আওয়ামী লীগ নেত্রী বলেন, পরিবারের একজন মা যদি বাংলাদেশ ও মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস জানে তবে তার পুরো পরিবার বা পরবর্তী প্রজন্ম এই ইতিহাস জানবে। অসমাপ্ত আত্মজীবনী বইটি পড়ে উপস্থিত শিক্ষার্থীরা এক উদ্ভাবনী জীবনের পথের দিশা পাবে। সঠিক পথ চলার অনুপ্রেরণা পাবে। চ্যালেঞ্জ মোকাবিলা করতে শিখবে এবং তাদের পরের প্রজন্মকে শিখাতে পারবে। বঙ্গবন্ধুর জীবনের প্রতিটি দিকই এই জাতির জন্য শিক্ষণীয়। জাতির পিতার এই আর্দশকে ছড়িয়ে দিতে আমাদের একযোগে কাজ করতে হবে। সেই ধারাবাহিকতায় আমার এই প্রয়াস। এটি করতে আমি বদ্ধপরিকর।

তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর এই বই বিতরণ অব্যাহত রাখবে বলে জানান তিনি।

এদিন অনুষ্ঠানে উপস্থিত মাদরাসা শিক্ষার্থীদেরকে মাতৃভাষা, ঐতিহাসিক লাহোর প্রস্তাব, যুক্তফ্রন্ট, মুক্তিযুদ্ধ ও ১৫ আগস্টের কালো রাতের উপর প্রশ্নোত্তরের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীরা পুরস্কার হিসেবে এই বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

এসময় ওই মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।