বরুড়ার ফেয়ার হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা, ১ মাসের সময় বেধে দেন ইউএনও
- Update Time : ০৯:৫৫:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪
- / 73
কুমিল্লা প্রতিনিধি:
নানা অনিয়মের অভিযোগে কুমিল্লার বরুড়া উপজেলার মৌলভীবাজারে অবস্থিত ফেয়ার হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নু এমং মারমা।
বিষয়টি নিশ্চিত করে ইউএনও নু এমং মারমা বলেন, বিভিন্ন বিষয়ে অব্যবস্থাপনার কারণে ফেয়ার হাসপাতালটিকে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং যে সকল বিষয়ে ব্যত্যয় হয়েছে সেটি ঠিক করার জন্য এক মাসের সময় বেঁধে দেওয়া হয়। অবৈধ ক্লিনিক ও হাসপাতালদের এই ধরনের অনিয়মের বিষয়ে জনস্বার্থে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এ সময়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন উদ্দিন, বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল ইসলাম সোহেল এবং থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বরুড়া পৌর সদরের এই হাসপাতালটিতে দীর্ঘদিন পরিচালনা পরিষদ নেই। মালিকদের মধ্যে একাধিক মামলা, অতীতে ডাক্তার লাঞ্চনা, ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হসপিটাল ভাংচুরসহ বেশকিছু অনিয়মের অভিযোগ রয়েছে বরুড়া ফেয়ার হাসপাতালে।