নীলফামারীতে ফেনসিডিলসহ আটক ২

  • Update Time : ০৯:৫৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
  • / 89

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধি।

নীলফামারী জলঢাকায় ২০০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জলঢাকা থানা পুলিশ।
এসময় মাদকদ্রব্য চোরাচালানে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।
বুধবার (২৪ জানুয়ারী) দুপুরে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাথর বোঝাই ট্রাকে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক নিয়ে পালানোর সময় দু’জনকে আটক করা হয়। পরে ট্রাকটি তল্লাশি করে ২০০ বেতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়েনর আওলাদ হোসেনের ছেলে মোহাম্মদ কারিমুল ইসলাম (৩২) ও রমজান হোসেন এর ছেলে মোহাম্মদ জাহিদুল ইসলাম (৩০)। অভিযানে তাদের কাছ থেকে ২০০ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
ওসি আরও জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে জলঢাকা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল নীলফামারী আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media


নীলফামারীতে ফেনসিডিলসহ আটক ২

Update Time : ০৯:৫৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধি।

নীলফামারী জলঢাকায় ২০০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জলঢাকা থানা পুলিশ।
এসময় মাদকদ্রব্য চোরাচালানে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।
বুধবার (২৪ জানুয়ারী) দুপুরে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাথর বোঝাই ট্রাকে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক নিয়ে পালানোর সময় দু’জনকে আটক করা হয়। পরে ট্রাকটি তল্লাশি করে ২০০ বেতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়েনর আওলাদ হোসেনের ছেলে মোহাম্মদ কারিমুল ইসলাম (৩২) ও রমজান হোসেন এর ছেলে মোহাম্মদ জাহিদুল ইসলাম (৩০)। অভিযানে তাদের কাছ থেকে ২০০ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
ওসি আরও জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে জলঢাকা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল নীলফামারী আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হবে।