তিন জেলায় সড়কে প্রাণ হারালেন ৬ জন

  • Update Time : ০১:৫১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
  • / 66

তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৬ জনের। আহত হয়েছেন আরও ৪ জন। এর মধ্যে ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন তিনজন।

মঙ্গলবার সকালে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের তারাকান্দায় সদর সরকারি হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যান পিকআপ চালক। আহত পিকআপের দুই যাত্রীকে হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান তারাও।

নিহতরা হলেন পিকআপ চালক হালুয়াঘাট উপজেলার ঘোষবেড় এলাকার কামরুল ইসলাম (২২), যাত্রী একই উপজেলার সন্ধাকুড়া এলাকার আব্দুল কাদির (৪৫) ও আকনপাড়া এলাকার মিজানুর রহমান (৪৮)।

ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় নিহত হয়েছেন দুইজন। আহত হয়েছেন আরও চারজন। প্রত্যক্ষদর্শীরা জানান, মহেশপুর থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে খালিশপুর যাচ্ছিলেন কয়েকজন যাত্রী। পথে বিপরীত দিক থেকে আসা ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান দুইজন।

এদিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগরে বাসচাপায় নিহত হন সাইকেলচালক। নিহত অধির কর্মকার আমঝুপি বাজারের একটি স্বর্ণকারের দোকানে কাজ করেন। সকালে সাইকেল চালিয়ে বাড়ি থেকে কর্মস্থলে রওনা দেয় সে। ঘন কুয়াশায় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর নামক স্থানে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন অধির।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tag :

Please Share This Post in Your Social Media


তিন জেলায় সড়কে প্রাণ হারালেন ৬ জন

Update Time : ০১:৫১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪

তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৬ জনের। আহত হয়েছেন আরও ৪ জন। এর মধ্যে ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন তিনজন।

মঙ্গলবার সকালে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের তারাকান্দায় সদর সরকারি হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যান পিকআপ চালক। আহত পিকআপের দুই যাত্রীকে হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান তারাও।

নিহতরা হলেন পিকআপ চালক হালুয়াঘাট উপজেলার ঘোষবেড় এলাকার কামরুল ইসলাম (২২), যাত্রী একই উপজেলার সন্ধাকুড়া এলাকার আব্দুল কাদির (৪৫) ও আকনপাড়া এলাকার মিজানুর রহমান (৪৮)।

ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় নিহত হয়েছেন দুইজন। আহত হয়েছেন আরও চারজন। প্রত্যক্ষদর্শীরা জানান, মহেশপুর থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে খালিশপুর যাচ্ছিলেন কয়েকজন যাত্রী। পথে বিপরীত দিক থেকে আসা ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান দুইজন।

এদিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগরে বাসচাপায় নিহত হন সাইকেলচালক। নিহত অধির কর্মকার আমঝুপি বাজারের একটি স্বর্ণকারের দোকানে কাজ করেন। সকালে সাইকেল চালিয়ে বাড়ি থেকে কর্মস্থলে রওনা দেয় সে। ঘন কুয়াশায় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর নামক স্থানে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন অধির।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।