নিখোঁজ রেশমার সন্ধান চায় তার পরিবার

  • Update Time : ১০:২১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
  • / 167

এনামুল হক,গাইবান্ধা জেলা:প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুরে রেশমা বেগম নামে ২৭ বছর বয়সী এক ব্যক্তি গত ৩ দিন যাবৎ নিখোঁজ আছেন। সম্ভাব্য জায়গায় খোঁজ করেও তার সন্ধ্যান পাওয়া যায়নি বলে জানিয়েছে পরিবার।

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার (৮ জানুয়ারি) আনুমানিক সকাল ৭টায় মোছাঃ রেশমা বেগম(২৭) বাসার কাউকে কিছু না বলে বাহির হয়। পরবর্তীতে আর ফিরে আসে নাই। সে মানসিকভাবে অনেকটাই অসুস্থ। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি অব্যাহত আছে। কিন্তু এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। ৫ফুট উচ্চতার রেশমা বেগমের গায়ের রং কালো।মুখের আকৃতি অনেকটাই গোলাকার। হারানোর আগে তার পরনে ছিল জাম কালারের জ্যাকেট ও খয়েরী কালারের সাদা ফুলের জামা(থ্রী পিচ) এবং খয়েরী কালারের মাঝে সাদা সাদা চেকের উড়না।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ রেশমা বেগম বিবাহিত হলেও সে বিগত কয়েকবছর আগে থেকে তালাকপ্রাপ্ত।তার একটি পুত্র সন্তান আছে।পুত্র সন্তান ইমন সহ তালাকের পরবর্তী সময়ে তার বাবার বাসায় বসবাস করছেন।সে মানসিকভাবে অসুস্থতা হওয়ায় তাকে অনেক ডাক্তারের পরামর্শে চিকিৎসা করিয়েছেন।গত ৮ তারিখে তার বাবার বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি।

নিখোঁজ রেশমার ঠিকানা গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের পশ্চিম মান্দুয়াপড়া গ্রামে।প্রয়োজনে মুঠোফোনে যোগাযোগ রেশমার মা- ০১৭৬৪-২১১৩৬৫।

উল্লেখ্য রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজের পরিবার থানায় কোন লিখিত অভিযোগ করেন নাই।তবে অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media


নিখোঁজ রেশমার সন্ধান চায় তার পরিবার

Update Time : ১০:২১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪

এনামুল হক,গাইবান্ধা জেলা:প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুরে রেশমা বেগম নামে ২৭ বছর বয়সী এক ব্যক্তি গত ৩ দিন যাবৎ নিখোঁজ আছেন। সম্ভাব্য জায়গায় খোঁজ করেও তার সন্ধ্যান পাওয়া যায়নি বলে জানিয়েছে পরিবার।

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার (৮ জানুয়ারি) আনুমানিক সকাল ৭টায় মোছাঃ রেশমা বেগম(২৭) বাসার কাউকে কিছু না বলে বাহির হয়। পরবর্তীতে আর ফিরে আসে নাই। সে মানসিকভাবে অনেকটাই অসুস্থ। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি অব্যাহত আছে। কিন্তু এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। ৫ফুট উচ্চতার রেশমা বেগমের গায়ের রং কালো।মুখের আকৃতি অনেকটাই গোলাকার। হারানোর আগে তার পরনে ছিল জাম কালারের জ্যাকেট ও খয়েরী কালারের সাদা ফুলের জামা(থ্রী পিচ) এবং খয়েরী কালারের মাঝে সাদা সাদা চেকের উড়না।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ রেশমা বেগম বিবাহিত হলেও সে বিগত কয়েকবছর আগে থেকে তালাকপ্রাপ্ত।তার একটি পুত্র সন্তান আছে।পুত্র সন্তান ইমন সহ তালাকের পরবর্তী সময়ে তার বাবার বাসায় বসবাস করছেন।সে মানসিকভাবে অসুস্থতা হওয়ায় তাকে অনেক ডাক্তারের পরামর্শে চিকিৎসা করিয়েছেন।গত ৮ তারিখে তার বাবার বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি।

নিখোঁজ রেশমার ঠিকানা গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের পশ্চিম মান্দুয়াপড়া গ্রামে।প্রয়োজনে মুঠোফোনে যোগাযোগ রেশমার মা- ০১৭৬৪-২১১৩৬৫।

উল্লেখ্য রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজের পরিবার থানায় কোন লিখিত অভিযোগ করেন নাই।তবে অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে।