ভোটের মাঠে অভিষেকেই বাজিমাত করলেন স্বতন্ত্র প্রার্থী সাগর

  • Update Time : ০৭:০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
  • / 310

এনামুল হক,সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি:

গাইবান্ধা -১ সুন্দরগঞ্জ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বাজিমাত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারীর মেয়ে স্বতন্ত্র প্রার্থী (ঢেঁকি) আব্দুলাহ নাহিদ নিগার সাগর।

রাত ৯টার দিকে ঘোষিত ফলাফলে দেখা যায়,
ঢেঁকি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুলাহ নাহিদ নিগার সাগর ৬৬ হাজার ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব‍্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী পেয়েছেন ৪৩ হাজার ৪৮৯ ভোট। এই আসনে ভোট পড়েছে প্রায় ৩০ শতাংশ।

রবিবার (৭ জানুয়ারি) সকাল থেকে দিনভর ভোট গ্রহণ শেষে রাতে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম এই আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ হয়।এ উপজেলার ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত গাইবান্ধা -১ আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৪৪ জন। মোট ১১৪ ভোটকেন্দ্রের ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা।

Tag :

Please Share This Post in Your Social Media


ভোটের মাঠে অভিষেকেই বাজিমাত করলেন স্বতন্ত্র প্রার্থী সাগর

Update Time : ০৭:০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪

এনামুল হক,সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি:

গাইবান্ধা -১ সুন্দরগঞ্জ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বাজিমাত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারীর মেয়ে স্বতন্ত্র প্রার্থী (ঢেঁকি) আব্দুলাহ নাহিদ নিগার সাগর।

রাত ৯টার দিকে ঘোষিত ফলাফলে দেখা যায়,
ঢেঁকি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুলাহ নাহিদ নিগার সাগর ৬৬ হাজার ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব‍্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী পেয়েছেন ৪৩ হাজার ৪৮৯ ভোট। এই আসনে ভোট পড়েছে প্রায় ৩০ শতাংশ।

রবিবার (৭ জানুয়ারি) সকাল থেকে দিনভর ভোট গ্রহণ শেষে রাতে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম এই আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ হয়।এ উপজেলার ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত গাইবান্ধা -১ আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৪৪ জন। মোট ১১৪ ভোটকেন্দ্রের ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা।