নওগাঁর রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

  • Update Time : ০৪:১৯:১৫ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
  • / 163

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে তোপধ্বনি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু করা হয়। উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, থানা পুলিশ, সরকারি-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান, রাণীনগর উপজেলা প্রেসক্লাব ও রাজনৈতিক দলের পক্ষ থেকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে সকল শহীদদের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এরপর সকাল ৮টায় রাণীনগর শের-এ বাংলা সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়ানো, কুচকাওয়াজ ও ডিসপ্লে এবং বিভিন্ন সংগঠনের সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিজয় দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও মাঠে অনুষ্ঠিত ডিসপ্লেতে বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের এবং অন্যান্য সংগঠনের মাঝে বিজয়ী শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এরপর বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান, রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাড. ইসমাইল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসানসহ উপজেলার সরকারি সকল দপ্তরের কর্মকর্তারা। এছাড়া বিজয় দিবসের সকল কর্মসূচিতে মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media


নওগাঁর রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

Update Time : ০৪:১৯:১৫ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে তোপধ্বনি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু করা হয়। উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, থানা পুলিশ, সরকারি-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান, রাণীনগর উপজেলা প্রেসক্লাব ও রাজনৈতিক দলের পক্ষ থেকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে সকল শহীদদের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এরপর সকাল ৮টায় রাণীনগর শের-এ বাংলা সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়ানো, কুচকাওয়াজ ও ডিসপ্লে এবং বিভিন্ন সংগঠনের সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিজয় দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও মাঠে অনুষ্ঠিত ডিসপ্লেতে বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের এবং অন্যান্য সংগঠনের মাঝে বিজয়ী শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এরপর বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান, রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাড. ইসমাইল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসানসহ উপজেলার সরকারি সকল দপ্তরের কর্মকর্তারা। এছাড়া বিজয় দিবসের সকল কর্মসূচিতে মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।