নিজের প্রচার বিলবোর্ড- পোস্টার সরিয়ে নিলেন নওগাঁ-৬ আসনের এমপি হেলাল

  • Update Time : ০৫:১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
  • / 127

মোঃ আব্দুল মালেক রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনী নিয়ম অনুসারে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের বর্তমান এমপি আনোয়ার হোসেন হেলাল তার প্রচার বিলবোর্ড ও পোস্টার সরিয়ে নিচ্ছেন।

গত বৃহস্পতিবার থেকে রাণীনগর উপজেলার বিভিন্ন স্থান থেকে নিজের ছবি সম্বলিত বিভিন্ন ধরণের বিলবোর্ড, প্যানা সাইনবোর্ড ও পোস্টার সরিয়ে ফেলার কার্যক্রম শুরু করেছেন। শুক্রবারেও উপজেলার বিভিন্ন স্থান থেকে সাইনবোর্ড সরানোর কাজ চলমান ছিলো।

উপজেলা আ’লীগের সদস্য ও এমপি হেলালের ছেলে রাহিদ সরদার জানান, আইন ও নিয়মের প্রতি সবারই শ্রদ্ধাশীল হওয়া উচিত। নির্বাচনের নিয়ম অনুসারে তফসিল ঘোষণার পরই মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের বিভিন্ন ধরণের নির্বাচনী বিলবোর্ড, প্যানা সাইনবোর্ড ও পোস্টার নিজ দায়িত্বে সরিয়ে নিতে হবে। এরপর প্রতিক বরাদ্দের পর থেকে যে যার মতো করে নির্বাচনী প্রচার-প্রচারনার কাজ শুরু করবেন। তাই সরকারের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নির্বাচনী এলাকা থেকে আমার বাবার বিভিন্ন ধরণের বিলবোর্ড, নির্বাচনী প্রচারণার পোস্টার ও প্যানা সাইনবোর্ড সরিয়ে নেওয়া কাজ শুরু করেছি। নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করা নিয়ে কেউ যেন আমাদের নিয়ে কোন প্রকারের প্রপাগান্ডা ছড়ানোর সুযোগ না পায়, সেই কারণেই এমন কার্যক্রম শুরু করেছি। সরকারের প্রদেয় আইন ও নিয়মের প্রতি আমাদের সবারই উচিত শ্রদ্ধাশীল হওয়া ও অন্যদেরও শ্রদ্ধাশীল হতে উদ্বুদ্ধ করা।

জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান মুঠোফোনে জানান, ইতিমধ্যেই আমরা জেলা প্রশাসনের মাধ্যমে নির্বাচনী আচরণ বিধি গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছি। নির্বাচনে অংশগ্রহণকারী মনোনয়ন প্রত্যাশী প্রার্থী, সমর্থক ও সাধারণ নাগরিকদের সেই আচরণ বিধি যথাযথ মেনে নির্বাচনী কর্মকান্ড সঠিক ভাবে চালানোর আহ্বান জানাচ্ছি। আমরা সবাই যদি নির্বাচনী আচরণ বিধি সঠিক ভাবে মেনে কার্যক্রম পরিচালনা করি তাহলে নির্বাচনের সঙ্গে যুক্ত সকল দপ্তর ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য তা অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে এবং সুচারু ভাবে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করতে পাথেয় হিসেবে কাজ করবে। তাই নির্বাচনী আচরণ বিধি অনুসানে যারা এখন পর্যন্ত তাদের নিজ নিজ এলাকা থেকে নিজেদের নির্বাচনী প্রচার বোর্ড, বিলবোর্ড, পোস্টার ও প্যানা সাইনবোর্ডগুলো সরিয়ে নেননি পরবর্তিতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media


নিজের প্রচার বিলবোর্ড- পোস্টার সরিয়ে নিলেন নওগাঁ-৬ আসনের এমপি হেলাল

Update Time : ০৫:১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩

মোঃ আব্দুল মালেক রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনী নিয়ম অনুসারে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের বর্তমান এমপি আনোয়ার হোসেন হেলাল তার প্রচার বিলবোর্ড ও পোস্টার সরিয়ে নিচ্ছেন।

গত বৃহস্পতিবার থেকে রাণীনগর উপজেলার বিভিন্ন স্থান থেকে নিজের ছবি সম্বলিত বিভিন্ন ধরণের বিলবোর্ড, প্যানা সাইনবোর্ড ও পোস্টার সরিয়ে ফেলার কার্যক্রম শুরু করেছেন। শুক্রবারেও উপজেলার বিভিন্ন স্থান থেকে সাইনবোর্ড সরানোর কাজ চলমান ছিলো।

উপজেলা আ’লীগের সদস্য ও এমপি হেলালের ছেলে রাহিদ সরদার জানান, আইন ও নিয়মের প্রতি সবারই শ্রদ্ধাশীল হওয়া উচিত। নির্বাচনের নিয়ম অনুসারে তফসিল ঘোষণার পরই মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের বিভিন্ন ধরণের নির্বাচনী বিলবোর্ড, প্যানা সাইনবোর্ড ও পোস্টার নিজ দায়িত্বে সরিয়ে নিতে হবে। এরপর প্রতিক বরাদ্দের পর থেকে যে যার মতো করে নির্বাচনী প্রচার-প্রচারনার কাজ শুরু করবেন। তাই সরকারের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নির্বাচনী এলাকা থেকে আমার বাবার বিভিন্ন ধরণের বিলবোর্ড, নির্বাচনী প্রচারণার পোস্টার ও প্যানা সাইনবোর্ড সরিয়ে নেওয়া কাজ শুরু করেছি। নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করা নিয়ে কেউ যেন আমাদের নিয়ে কোন প্রকারের প্রপাগান্ডা ছড়ানোর সুযোগ না পায়, সেই কারণেই এমন কার্যক্রম শুরু করেছি। সরকারের প্রদেয় আইন ও নিয়মের প্রতি আমাদের সবারই উচিত শ্রদ্ধাশীল হওয়া ও অন্যদেরও শ্রদ্ধাশীল হতে উদ্বুদ্ধ করা।

জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান মুঠোফোনে জানান, ইতিমধ্যেই আমরা জেলা প্রশাসনের মাধ্যমে নির্বাচনী আচরণ বিধি গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছি। নির্বাচনে অংশগ্রহণকারী মনোনয়ন প্রত্যাশী প্রার্থী, সমর্থক ও সাধারণ নাগরিকদের সেই আচরণ বিধি যথাযথ মেনে নির্বাচনী কর্মকান্ড সঠিক ভাবে চালানোর আহ্বান জানাচ্ছি। আমরা সবাই যদি নির্বাচনী আচরণ বিধি সঠিক ভাবে মেনে কার্যক্রম পরিচালনা করি তাহলে নির্বাচনের সঙ্গে যুক্ত সকল দপ্তর ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য তা অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে এবং সুচারু ভাবে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করতে পাথেয় হিসেবে কাজ করবে। তাই নির্বাচনী আচরণ বিধি অনুসানে যারা এখন পর্যন্ত তাদের নিজ নিজ এলাকা থেকে নিজেদের নির্বাচনী প্রচার বোর্ড, বিলবোর্ড, পোস্টার ও প্যানা সাইনবোর্ডগুলো সরিয়ে নেননি পরবর্তিতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।