ব্যবসায়ী আদম তমিজী হকের বাসায় র্যাবের অভিযান আত্মহত্যার হুমকী তমিজীর
- Update Time : ১০:০৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩
- / 112
নিজস্ব প্রতিবেদক
দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠি হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হকের গুলশানের বাসায় অভিযান চালিয়েছে র্যাব। বৃহস্পতিবার রাত ১০টার দিকে র্যাব-১–এর একটি দল গুলশান–২ নম্বরে তাঁর বাসা ঘিরে ফেলে। তবে শেষ পর্যন্ত র্যাব সদস্যরা তাঁর বাসায় প্রবেশ করেনি।
অভিযানের খবর পেয়ে তমিজী হক তাকে গ্রেপ্তার করা হলে আত্মহত্যা করবেন বলে হুমকী দেন। এমন কি তিনি তাঁর স্ত্রীকে হত্যা করবেন বলেও ঘোষণা দেন। তাতে অভিযানে যাওয়া র্যাব সদস্যরা দ্বিধায় পড়ে যান। এ কারণে তারা তাকে গ্রেপ্তার করেন নি।
র্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার একজন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, র্যাবের সংশ্লিষ্ট দলটি অভিযান চালাতে গুলশান ২ নম্বরে আজাদ জামে মসজিদের উল্টো দিকে আদম তমিজী হকের বাসায় যায়। তারা তাঁর বাসা ঘিরে ফেলেন। বিষয়টি টের পেয়ে তমিজী হক আত্মহত্যার হুমকী দেন।
আদম তমিজী হক ২০২০ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার চেষ্টা করেছিলেন। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ছিলেন। গত সেপ্টেম্বরে ফেসবুক লাইভে তাঁর নিজের পাসপোর্ট পুড়িয়ে ফেলেন। তিনি ক্রিড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের বিরুদ্ধে হক বিস্কুটের কারখানাসহ শত কোটি টাকার সম্পদ দখল-চেষ্টার অভিযোগ আনেন। এ ঘটনা সারাদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এর প্রেক্ষিতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়।
এ ঘটনার কিছুদিন পর আদম তমিজী হক সৌদি আরব যান। গত ১৩ নভেম্বর তিনি দেশে ফেরেন। তার আগে তার ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশের পাসপোর্ট পুড়িয়ে ফেলার কারণে ক্ষমা চান। অস্বাভাবিক মানসিক যন্ত্রণা, পারিবারিক কলহ, ব্যবসায়িক সমস্যা সবকিছু মিলিয়ে অস্থিতিশীল মানসিক চাপের মধ্যে অতি আবেগপ্রবণ হয়ে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন বলে উল্লেখ করেন।
দেশে ফেরার সময় একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা বিমানবন্দরে তাকে নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন।
তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তাসহ বেশ কয়েকটি মামলা আছে। তবে কোন মামলা বা অভিযোগে তাঁর বাসায় র্যাব অভিযানে গিয়েছে তা জানা যায়নি।