নারীদের এগিয়ে নিতে আন্না’স মেকওভার এগিয়ে চলছে-চিত্র নায়িকা অঞ্জনা রহমান

  • Update Time : ০৭:২৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
  • / 282

সোহাইবুল ইসলাম সোহাগ –

নারীদের রূপচর্চা একটি নিয়মিত বিষয়। নিজের সৌন্দর্য্য তুলে ধরতে তারা রূপচর্চা করে থাকেন। নারীদের সৌন্দর্যের পাশাপাশি মনকেও সৌন্দর্যে ভরে তুলতে হয়। একজন নারীর তখনই পরিপূর্ণ সৌন্দর্যে ফুটে উঠেন যখন তার রূপচর্চা আর মনের সৌন্দর্য একাকার হয়ে যায়। এভাবেই বললেন ঢাকাই চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী অঞ্জনা রহমান। বুধবার (০৮ নভেম্বর) আন্না’স মেকওভার অ্যান্ড স্কুল অফ বিউটিফিকেশন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, নারীদের এগিয়ে নিতে আন্না’স মেকওভার এগিয়ে চলছে নিজস্ব চেষ্টায়। এর কর্নধার চিত্রনায়িকা নাহিদা আশরাফ আন্নার এমন মহৎ উদ্যোগের প্রশংসা করছি। বলেন, আন্না তার জায়গা থেকে যে কাজটি করে যাচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তার এমন কাজে আমরা চলচ্চিত্র অঙ্গনের লোকজন সর্বদা তার পাশে থাকব। আমাদের সার্বিক সহযোগিতা তার প্রতিষ্ঠানে পাশে থাকবে বলে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেন অঞ্জনা।

একই সুরে কথা বলেন আরেক কিংবদন্তি অভিনেত্রী নূতন। এসময় অঞ্জনা রহমান, নূতন ও ডিএ তায়েবকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে ৪০ জন প্রশিক্ষনার্থীর মাঝে সার্টিফিকেট ও গুণীজনদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি, কোরিওগ্রাফার ও ফ্যাশন ডিজাইনার এডলফ খান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আন্না’স মেকওভার অ্যান্ড স্কুল অফ বিউটিফিকেশনের কোর্স এডমিন সাগর সিদ্দিকী। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল ড্যান্স পারফর্মেন্স ও ফ্যাশন ক্যাটওয়ার্ক। এতে অংশ নেন প্রশিক্ষনার্থীরা। সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী তামান্না।

Tag :

Please Share This Post in Your Social Media


নারীদের এগিয়ে নিতে আন্না’স মেকওভার এগিয়ে চলছে-চিত্র নায়িকা অঞ্জনা রহমান

Update Time : ০৭:২৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩

সোহাইবুল ইসলাম সোহাগ –

নারীদের রূপচর্চা একটি নিয়মিত বিষয়। নিজের সৌন্দর্য্য তুলে ধরতে তারা রূপচর্চা করে থাকেন। নারীদের সৌন্দর্যের পাশাপাশি মনকেও সৌন্দর্যে ভরে তুলতে হয়। একজন নারীর তখনই পরিপূর্ণ সৌন্দর্যে ফুটে উঠেন যখন তার রূপচর্চা আর মনের সৌন্দর্য একাকার হয়ে যায়। এভাবেই বললেন ঢাকাই চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী অঞ্জনা রহমান। বুধবার (০৮ নভেম্বর) আন্না’স মেকওভার অ্যান্ড স্কুল অফ বিউটিফিকেশন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, নারীদের এগিয়ে নিতে আন্না’স মেকওভার এগিয়ে চলছে নিজস্ব চেষ্টায়। এর কর্নধার চিত্রনায়িকা নাহিদা আশরাফ আন্নার এমন মহৎ উদ্যোগের প্রশংসা করছি। বলেন, আন্না তার জায়গা থেকে যে কাজটি করে যাচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তার এমন কাজে আমরা চলচ্চিত্র অঙ্গনের লোকজন সর্বদা তার পাশে থাকব। আমাদের সার্বিক সহযোগিতা তার প্রতিষ্ঠানে পাশে থাকবে বলে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেন অঞ্জনা।

একই সুরে কথা বলেন আরেক কিংবদন্তি অভিনেত্রী নূতন। এসময় অঞ্জনা রহমান, নূতন ও ডিএ তায়েবকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে ৪০ জন প্রশিক্ষনার্থীর মাঝে সার্টিফিকেট ও গুণীজনদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি, কোরিওগ্রাফার ও ফ্যাশন ডিজাইনার এডলফ খান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আন্না’স মেকওভার অ্যান্ড স্কুল অফ বিউটিফিকেশনের কোর্স এডমিন সাগর সিদ্দিকী। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল ড্যান্স পারফর্মেন্স ও ফ্যাশন ক্যাটওয়ার্ক। এতে অংশ নেন প্রশিক্ষনার্থীরা। সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী তামান্না।