কুমিল্লায় পাহাড়ের মাটি কাটার দায়ে জরিমানা ও চারজন আটক

  • Update Time : ০৫:২৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
  • / 629

সোহাইবুল ইসলাম সোহাগ,কুমিল্লা-

কুমিল্লা সদর দক্ষিণে পাহাড়ের মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দিবাগত রাতে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া খানম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন বলে নিশ্চিত করেছেন।

জানা যায়, সদর দক্ষিণ উপজেলার সালামানপুরের নব শালবন বিহারের পেছনে গভীর রাতে কিছু অসাধু লোক মাটি কাটছে এমন গোপন সংবাদদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ জন কে আটক করে। পাহাড়ের মাটি কাটার দায়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারার অপরাধ সমন্বলিত কাজ করায় চার জনকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেন এ ভ্রাম্যমাণ আদালত।

আটককৃত ব্যক্তিরা হলেন, সদর দক্ষিণ মধ্যম বিজয়পুর এলাকার আবদুল রশিদের ছেলে ইউনুস, বিজয়পুর এলাকার মমতাজের ছেলে আকাশ, নোয়াপাড়া এলাকার নজির ইসলামের ছেলে মাসুম, ঠ্যাং ঝাড়া এলাকার ওসমান গনির ছেলে নাজমুল হুদা।

ইউএনও রুবাইয়া খানম বলেন, অবৈধভাবে পাহাড় কাটা ও মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালত চালিয়ে জরিমানা করা হয়েছে। মাটি কাটার অপরাধ সম্বলিত কাজে কেউ জড়িয়ে পড়লে তাদের আইনের ধারায় শাস্তি ও জরিমানা প্রদান করা হবে। তাই সকলকে এ বিষয়ে সচেতন থাকতে হবে।

Tag :

Please Share This Post in Your Social Media


কুমিল্লায় পাহাড়ের মাটি কাটার দায়ে জরিমানা ও চারজন আটক

Update Time : ০৫:২৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩

সোহাইবুল ইসলাম সোহাগ,কুমিল্লা-

কুমিল্লা সদর দক্ষিণে পাহাড়ের মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দিবাগত রাতে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া খানম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন বলে নিশ্চিত করেছেন।

জানা যায়, সদর দক্ষিণ উপজেলার সালামানপুরের নব শালবন বিহারের পেছনে গভীর রাতে কিছু অসাধু লোক মাটি কাটছে এমন গোপন সংবাদদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ জন কে আটক করে। পাহাড়ের মাটি কাটার দায়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারার অপরাধ সমন্বলিত কাজ করায় চার জনকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেন এ ভ্রাম্যমাণ আদালত।

আটককৃত ব্যক্তিরা হলেন, সদর দক্ষিণ মধ্যম বিজয়পুর এলাকার আবদুল রশিদের ছেলে ইউনুস, বিজয়পুর এলাকার মমতাজের ছেলে আকাশ, নোয়াপাড়া এলাকার নজির ইসলামের ছেলে মাসুম, ঠ্যাং ঝাড়া এলাকার ওসমান গনির ছেলে নাজমুল হুদা।

ইউএনও রুবাইয়া খানম বলেন, অবৈধভাবে পাহাড় কাটা ও মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালত চালিয়ে জরিমানা করা হয়েছে। মাটি কাটার অপরাধ সম্বলিত কাজে কেউ জড়িয়ে পড়লে তাদের আইনের ধারায় শাস্তি ও জরিমানা প্রদান করা হবে। তাই সকলকে এ বিষয়ে সচেতন থাকতে হবে।