মাদারীপুরে বীর মুক্তিযোদ্ধা পরিবারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ
- Update Time : ০৫:০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
- / 273
জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরে বীর মুক্তিযোদ্ধা পরিবারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি হামলাকারী সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড, কেন্দ্রীয় কমিটি। সংগঠনের সভাপতি মাহবুবুল ইসলাম প্রিন্স ও সাধারণ সম্পাদক আল মামুন স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে আজ (২রা নভেম্বর, বৃহস্পতিবার) এই দাবি জানানো হয়েছে।
লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, “মাদারীপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহীন মাতুব্বরের ওপর নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড, কেন্দ্রীয় কমিটি। এর আগেও একবার এই বীর মুক্তিযোদ্ধা পরিবারের ওপর সন্ত্রাসী হামলা করা হয়েছিল। সুষ্ঠু বিচার না হওয়ার কারণে বারবার এই পরিবারের ওপর এধরণের ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার পুনরাবৃত্তি ঘটছে। জাতির শ্রেষ্ঠ সন্তান একজন বীর মুক্তিযোদ্ধার পরিবারের ওপর বারবার সন্ত্রাসী হামলা রাষ্ট্রের জন্য অত্যন্ত লজ্জাজনক। রাষ্ট্র কখনোই এর দায়ভার এড়াতে পারে না। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সরকারের নিকট বারবার দাবি করা সত্ত্বেও আজও পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন প্রণয়ন করা হয়নি যা অত্যন্ত দুঃখজনক। সমগ্র দেশে বীর মুক্তিযোদ্ধা পরিবারদের ওপর হামলা, মামলা, নির্যাতন, হত্যা, হয়রানি বন্ধ করার জন্য অবিলম্বে বীর মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন প্রণয়ন করার দাবি জানাচ্ছি। মাদারীপুর প্রশাসনের নিকট আহবান, অবিলম্বে এই ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার সাথে জড়িত সকল সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড দেশব্যাপী কঠোর কর্মসূচী ঘোষণা করবে।”