কুমিল্লায় হরতাল সমর্থকদের মিছিলে টিয়ারশেল ও ফাঁকাগুলি

  • Update Time : ০৪:১৪:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
  • / 115

সোহাইবুল ইসলাম সোহাগ।।

দেশব্যাপী বিএনপির ডাকা হরতালের সমর্থনে কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকা থেকে একটি মিছিল বের করে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি। মিছিলটি নগরীর কান্দিরপাড় দলীয় কার্যালয় হয়ে রাজগঞ্জ হয়ে চকবাজারে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

রবিবার সকাল আটটার কুমিল্লা নগরীতে হরতাল সমর্থকদের মিছিলে টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটে।

জানা যায়, কুমিল্লার পদুয়ার বাজার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ভোর ৬টা থেকে বিকেল পর্যন্ত দূরপাল্লার কোন বাস ছাড়া হয়নি। যার কারনে ঢাকা ও চট্টগ্রামগামী অনেক জনগণের জনদূর্ভোগ দেখা দেয়। কুমিল্লা বাস-মালিক সমিতির পক্ষ থেকে বাস ছাড়ার কথা থাকলেও বাসের মালিকদের নিষেধ থাকায় কুমিল্লার বাস স্টেশন থেকে একটি বাসও ছাড়া হয়নি। তবে নগরীতে হরতাল বিরোধীদের শক্ত অবস্থানের ফলে অটো রিক্সা-সিএনজি চলেছে। আর হরতাল সমর্থকরা নগরীতে মিছিল করতে গেলেও প্রশাসনের রোষানলে পড়তে হয়েছে।

বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, ‘মিছিলে কোনো ধরনের উসকানি ছিল না। আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ অতর্কিত হামলা করে। তারা আমাদের ১২ নেতা-কর্মীকে আটক করেছে। পুলিশের হামলায় ২০ নেতা-কর্মী আহত হয়েছেন।’

কুমিল্লার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, ‘চকবাজার এলাকায় মিছিল চলাকালে লোকজন পুলিশ দেখে ককটেল ছুড়ে মারে। আত্মরক্ষার্থে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে। মিছিল থেকে সাতজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media


কুমিল্লায় হরতাল সমর্থকদের মিছিলে টিয়ারশেল ও ফাঁকাগুলি

Update Time : ০৪:১৪:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩

সোহাইবুল ইসলাম সোহাগ।।

দেশব্যাপী বিএনপির ডাকা হরতালের সমর্থনে কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকা থেকে একটি মিছিল বের করে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি। মিছিলটি নগরীর কান্দিরপাড় দলীয় কার্যালয় হয়ে রাজগঞ্জ হয়ে চকবাজারে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

রবিবার সকাল আটটার কুমিল্লা নগরীতে হরতাল সমর্থকদের মিছিলে টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটে।

জানা যায়, কুমিল্লার পদুয়ার বাজার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ভোর ৬টা থেকে বিকেল পর্যন্ত দূরপাল্লার কোন বাস ছাড়া হয়নি। যার কারনে ঢাকা ও চট্টগ্রামগামী অনেক জনগণের জনদূর্ভোগ দেখা দেয়। কুমিল্লা বাস-মালিক সমিতির পক্ষ থেকে বাস ছাড়ার কথা থাকলেও বাসের মালিকদের নিষেধ থাকায় কুমিল্লার বাস স্টেশন থেকে একটি বাসও ছাড়া হয়নি। তবে নগরীতে হরতাল বিরোধীদের শক্ত অবস্থানের ফলে অটো রিক্সা-সিএনজি চলেছে। আর হরতাল সমর্থকরা নগরীতে মিছিল করতে গেলেও প্রশাসনের রোষানলে পড়তে হয়েছে।

বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, ‘মিছিলে কোনো ধরনের উসকানি ছিল না। আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ অতর্কিত হামলা করে। তারা আমাদের ১২ নেতা-কর্মীকে আটক করেছে। পুলিশের হামলায় ২০ নেতা-কর্মী আহত হয়েছেন।’

কুমিল্লার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, ‘চকবাজার এলাকায় মিছিল চলাকালে লোকজন পুলিশ দেখে ককটেল ছুড়ে মারে। আত্মরক্ষার্থে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে। মিছিল থেকে সাতজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।