যমুনায় মা ইলিশ ধরায় ৫ জেলের কারাদণ্ড

  • Update Time : ০৫:০২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
  • / 156

মোঃ ইমরুল হাসান চৌহালী প্রতিনিধিঃ

চৌহালীতে নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে মা ইলিশ মাছ ধরার অপরাধে ৫ জেলেকে ৮ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল-দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৬০ হাজার মিটার জাল ও ৪০কেজি মাছ জব্দ করা হয় ।

অভিযান পরিচালনা করেন চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান ।

এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা ও মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৩ ও ৫ ধারায় ৫ জন জেলেকে ৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এবং জব্দকৃত ৬০হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়ানো হয় ও পাঁচটি মাদ্রাসায় চল্লিশ কেজি মাছ বিতরণ করা হয়।

আটককৃত জেলেরা হলো, খাষপুকুরিয়া গ্রামের শাহজাহানের ছেলে রবিউল, আব্দুর রহমানের ছেলে আরিফ, আব্দুল মতিনের ছেলে শাহজালাল, রিয়াজ মোল্লার ছেলে শরিফুল ও দত্তকান্দি গ্রামের আবু বক্করের ছেলে আল- আমিন।

এ সময় দায়িত্বপ্রাপ্ত মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো.জহিরুল ইসলাম , এএসআই আলামিন, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম,পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অপর দিকে নৌ পুলিশ অভিযান করে ১৫ হাজার মিটার জাল জব্দ করেন এবং কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নৌ পুলিশের এস আই রিপন মিয়া, এস আই সুভাষসহ আরো অনেকেই।

Tag :

Please Share This Post in Your Social Media


যমুনায় মা ইলিশ ধরায় ৫ জেলের কারাদণ্ড

Update Time : ০৫:০২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩

মোঃ ইমরুল হাসান চৌহালী প্রতিনিধিঃ

চৌহালীতে নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে মা ইলিশ মাছ ধরার অপরাধে ৫ জেলেকে ৮ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল-দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৬০ হাজার মিটার জাল ও ৪০কেজি মাছ জব্দ করা হয় ।

অভিযান পরিচালনা করেন চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান ।

এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা ও মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৩ ও ৫ ধারায় ৫ জন জেলেকে ৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এবং জব্দকৃত ৬০হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়ানো হয় ও পাঁচটি মাদ্রাসায় চল্লিশ কেজি মাছ বিতরণ করা হয়।

আটককৃত জেলেরা হলো, খাষপুকুরিয়া গ্রামের শাহজাহানের ছেলে রবিউল, আব্দুর রহমানের ছেলে আরিফ, আব্দুল মতিনের ছেলে শাহজালাল, রিয়াজ মোল্লার ছেলে শরিফুল ও দত্তকান্দি গ্রামের আবু বক্করের ছেলে আল- আমিন।

এ সময় দায়িত্বপ্রাপ্ত মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো.জহিরুল ইসলাম , এএসআই আলামিন, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম,পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অপর দিকে নৌ পুলিশ অভিযান করে ১৫ হাজার মিটার জাল জব্দ করেন এবং কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নৌ পুলিশের এস আই রিপন মিয়া, এস আই সুভাষসহ আরো অনেকেই।