নওগাঁর রাণীনগরে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কাঁদলেন ইউএনও শাহাদাত হুসেইন

  • Update Time : ০৩:১৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
  • / 205

মো: আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের বদলীজনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার বিকালে অফিসার্স ক্লাব, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সংগঠন তাকে ক্রেষ্ট ও ফুলের শুভেচ্ছা দিয়ে বিদায়ী সংবর্ধনা জানান। এ সময় ইউএনও কান্নায় ভেঙে পড়েন। বদলীজনিত কারণে তিনি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেছেন।

সৎ ও সততার উদাহরণ হিসাবে উপজেলাবাসীর কাছে পরিচিত ছিলেন ইউএনও শাহাদাত হুসেইন। সকল শ্রেণিপেশার মানুষের জন্য নির্বাহী কর্মকর্তার দপ্তর ছিল সব সময় খোলা। বিভিন্ন কাজের মাধ্যমে তিনি উপজেলার সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। এছাড়া উপজেলা প্রশাসনের সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের কাছে তিনি ছিলেন একজন বন্ধু ও অভিভাবক। গত বছরের মে মাসে রাণীনগর উপজেলায় যোগদানের পর থেকে বিভিন্ন কাজের মাধ্যমে দৃষ্টান্তর স্থাপন করে গেছেন রাজশাহীর বাগমারা উপজেলার সন্তান শাহাদাত হুসেইন।

রবিবার বিকালে উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে অনুষ্ঠানের মাধ্যমে ইউএনও শাহাদাত হুসেইনকে বদলীজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন সংগঠন ও সুধীজনরা। পরে সন্ধ্যায় উপজেলা অফিসার্স ক্লাবে ইউএন’র পাঠচক্র নামের একটি ছোট লাইব্রেরি স্থাপন করেন ইউএনও শাহাদাত।

বিদায়বেলায় ইউএনও শাহাদাত হুসেইন বলেন, এই উপজেলা আমার কাছে নিজের পরিবারের মতোই ছিলো। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এই উপজেলার মানুষদের কাছ থেকে পাওয়া হৃদয় নিগড়ানো ভালোবাসকে কোনদিন ভুলতে পারবো না। আমি আমার অন্তরস্থল থেকে দোয়া করি রাণীনগরবাসীর জীবনমান সুখ, শান্তি ও সমৃদ্ধীতে এগিয়ে যাক।

Tag :

Please Share This Post in Your Social Media


নওগাঁর রাণীনগরে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কাঁদলেন ইউএনও শাহাদাত হুসেইন

Update Time : ০৩:১৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩

মো: আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের বদলীজনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার বিকালে অফিসার্স ক্লাব, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সংগঠন তাকে ক্রেষ্ট ও ফুলের শুভেচ্ছা দিয়ে বিদায়ী সংবর্ধনা জানান। এ সময় ইউএনও কান্নায় ভেঙে পড়েন। বদলীজনিত কারণে তিনি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেছেন।

সৎ ও সততার উদাহরণ হিসাবে উপজেলাবাসীর কাছে পরিচিত ছিলেন ইউএনও শাহাদাত হুসেইন। সকল শ্রেণিপেশার মানুষের জন্য নির্বাহী কর্মকর্তার দপ্তর ছিল সব সময় খোলা। বিভিন্ন কাজের মাধ্যমে তিনি উপজেলার সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। এছাড়া উপজেলা প্রশাসনের সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের কাছে তিনি ছিলেন একজন বন্ধু ও অভিভাবক। গত বছরের মে মাসে রাণীনগর উপজেলায় যোগদানের পর থেকে বিভিন্ন কাজের মাধ্যমে দৃষ্টান্তর স্থাপন করে গেছেন রাজশাহীর বাগমারা উপজেলার সন্তান শাহাদাত হুসেইন।

রবিবার বিকালে উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে অনুষ্ঠানের মাধ্যমে ইউএনও শাহাদাত হুসেইনকে বদলীজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন সংগঠন ও সুধীজনরা। পরে সন্ধ্যায় উপজেলা অফিসার্স ক্লাবে ইউএন’র পাঠচক্র নামের একটি ছোট লাইব্রেরি স্থাপন করেন ইউএনও শাহাদাত।

বিদায়বেলায় ইউএনও শাহাদাত হুসেইন বলেন, এই উপজেলা আমার কাছে নিজের পরিবারের মতোই ছিলো। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এই উপজেলার মানুষদের কাছ থেকে পাওয়া হৃদয় নিগড়ানো ভালোবাসকে কোনদিন ভুলতে পারবো না। আমি আমার অন্তরস্থল থেকে দোয়া করি রাণীনগরবাসীর জীবনমান সুখ, শান্তি ও সমৃদ্ধীতে এগিয়ে যাক।