রাণীশংকৈলে ছাগল চুরি করার সময় জনতার হাতে দুই চোর আটক

  • Update Time : ০৮:০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
  • / 128

হুমায়ুন কবির,রাণীশংকৈল,(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ভবানন্দপুর গ্রামে শনিবার ৯ সেপ্টেম্বর দুপুরে মোটরসাইকেলে করে ছাগল চুরি করে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে দু’জন ছাগল চোরকে আটক করেছে স্থানীয় জনতা। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ছাগলের মালিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। আটক দুই ছাগল চোর বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া জিল্লুরপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে আমিনুল ইসলাম (২৮) ও ঠাকুরগাঁও সদর উপজেলার মুনছুর আলীর ছেলে লাভলু ইসলাম (২৮)। তারা মোটরসাইকেলযোগে কৌশলে ছাগল চুরি করে বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে পুলিশ জানায়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নেকমরদ ভবানন্দপুর গ্রামের রফিকুল ইসলামের একটি খাসি ছাগল বাড়ির সামনে রাস্তায় ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রাখেন। চোর আমিনুল ইসলাম ও লাভলু খাসি ছাগলটি চুরি করে তাদের ব্যবহৃত মোটরসাইকেল যোগে পালিয়ে নিয়ে যাবার সময় রফিকুলের মেয়ে তাদের দেখে ফেলে চোর চোর বলে চিৎকার করলে উপস্থিত জনতা ধাওয়া করে ওই দুই চোরকে আটক করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাগল ও মোটরসাইকেলসহ তাদের গ্রেপ্তার করেন।
রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম মন্ডল জানান, আটককৃত দুই ছাগল চোরকে মোবাইল কোর্ট করে এদিন দুপুরে জেলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


রাণীশংকৈলে ছাগল চুরি করার সময় জনতার হাতে দুই চোর আটক

Update Time : ০৮:০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩

হুমায়ুন কবির,রাণীশংকৈল,(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ভবানন্দপুর গ্রামে শনিবার ৯ সেপ্টেম্বর দুপুরে মোটরসাইকেলে করে ছাগল চুরি করে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে দু’জন ছাগল চোরকে আটক করেছে স্থানীয় জনতা। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ছাগলের মালিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। আটক দুই ছাগল চোর বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া জিল্লুরপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে আমিনুল ইসলাম (২৮) ও ঠাকুরগাঁও সদর উপজেলার মুনছুর আলীর ছেলে লাভলু ইসলাম (২৮)। তারা মোটরসাইকেলযোগে কৌশলে ছাগল চুরি করে বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে পুলিশ জানায়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নেকমরদ ভবানন্দপুর গ্রামের রফিকুল ইসলামের একটি খাসি ছাগল বাড়ির সামনে রাস্তায় ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রাখেন। চোর আমিনুল ইসলাম ও লাভলু খাসি ছাগলটি চুরি করে তাদের ব্যবহৃত মোটরসাইকেল যোগে পালিয়ে নিয়ে যাবার সময় রফিকুলের মেয়ে তাদের দেখে ফেলে চোর চোর বলে চিৎকার করলে উপস্থিত জনতা ধাওয়া করে ওই দুই চোরকে আটক করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাগল ও মোটরসাইকেলসহ তাদের গ্রেপ্তার করেন।
রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম মন্ডল জানান, আটককৃত দুই ছাগল চোরকে মোবাইল কোর্ট করে এদিন দুপুরে জেলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।