প্রবাসে চাচার সঙ্গে ঝগড়া, দেশে এসেই চাচাতো ভাইকে খুন

  • Update Time : ০৬:৩০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
  • / 116

সোহাইবুল ইসলাম সোহাগ।।

চাচার সঙ্গে প্রবাসে ঝগড়া হওয়ায় দেশে ফিরে চাচাতো ভাইকে খুনের ঘটনা ঘটেছে। কুমিল্লার বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের এগারো গ্রামে এ ঘটনা ঘটে। গত বুধবার ওই গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে নিহত মাদ্রাসাছাত্র ইব্রাহিম খলিলের মরদেহ উদ্ধারের পর চাচাতো ভাই আল আমিনকে সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার বাশতলা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর এসব তথ্য জানা যায় বলে নিশ্চিত করেছেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন।

গ্রেপ্তার আল আমিন কুমিল্লার বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের এগারো গ্রামের মো. রিপনের ছেলে আল আমিন (২৫)। সে সম্পর্কে হত্যাকাণ্ডের শিকার কুমিল্লার বরুড়া পৌরসভার পাঠানপাড়া এলাকার মাসুদ রানার ছেলে ইব্রাহিম খলিলের (৭) চাচাতো ভাই।

আল আমিনকে জিজ্ঞাসাবাদের দেওয়া তথ্যের বরাতে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানান, “নিহত ইব্রাহিম খলিলের বাবা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মাসুদ রানা তার আপন ভাতিজা আল আমিনকে তার কাছে নিয়ে চাকরি দেয়। কিন্তু সংযুক্ত আরব আমিরাতে পাওয়া কাজ আল আমিনের পছন্দ না হওয়ায় কাজ করতে অপারগতা প্রকাশ করে সে”।

“তখন চাচা মাসুদের সাথে বাকবিতণ্ডা হয় আল আমিনের। পরে সে দেশে চলে আসে। দেশে আসার পর আল আমিন তার চাচার ছোট ছেলে মাদ্রাসা ছাত্র ইব্রাহিম খলিলকে কৌশলে নিয়ে গিয়ে হত্যা করে মরদেহটি মাটিচাপা দিয়ে রাখে”- জানান বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

মো. ফিরোজ হোসেন আরও জানান, “নিহত শিশুর মা জেসমিন আক্তার (৩৬) আল আমিনকে আসামি করে মামলা দায়ের করেছেন। ঘটনায় জড়িত আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলাটির তদন্ত অব্যাহত আছে। যদি আরও কেউ যুক্ত থাকে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media


প্রবাসে চাচার সঙ্গে ঝগড়া, দেশে এসেই চাচাতো ভাইকে খুন

Update Time : ০৬:৩০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩

সোহাইবুল ইসলাম সোহাগ।।

চাচার সঙ্গে প্রবাসে ঝগড়া হওয়ায় দেশে ফিরে চাচাতো ভাইকে খুনের ঘটনা ঘটেছে। কুমিল্লার বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের এগারো গ্রামে এ ঘটনা ঘটে। গত বুধবার ওই গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে নিহত মাদ্রাসাছাত্র ইব্রাহিম খলিলের মরদেহ উদ্ধারের পর চাচাতো ভাই আল আমিনকে সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার বাশতলা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর এসব তথ্য জানা যায় বলে নিশ্চিত করেছেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন।

গ্রেপ্তার আল আমিন কুমিল্লার বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের এগারো গ্রামের মো. রিপনের ছেলে আল আমিন (২৫)। সে সম্পর্কে হত্যাকাণ্ডের শিকার কুমিল্লার বরুড়া পৌরসভার পাঠানপাড়া এলাকার মাসুদ রানার ছেলে ইব্রাহিম খলিলের (৭) চাচাতো ভাই।

আল আমিনকে জিজ্ঞাসাবাদের দেওয়া তথ্যের বরাতে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানান, “নিহত ইব্রাহিম খলিলের বাবা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মাসুদ রানা তার আপন ভাতিজা আল আমিনকে তার কাছে নিয়ে চাকরি দেয়। কিন্তু সংযুক্ত আরব আমিরাতে পাওয়া কাজ আল আমিনের পছন্দ না হওয়ায় কাজ করতে অপারগতা প্রকাশ করে সে”।

“তখন চাচা মাসুদের সাথে বাকবিতণ্ডা হয় আল আমিনের। পরে সে দেশে চলে আসে। দেশে আসার পর আল আমিন তার চাচার ছোট ছেলে মাদ্রাসা ছাত্র ইব্রাহিম খলিলকে কৌশলে নিয়ে গিয়ে হত্যা করে মরদেহটি মাটিচাপা দিয়ে রাখে”- জানান বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

মো. ফিরোজ হোসেন আরও জানান, “নিহত শিশুর মা জেসমিন আক্তার (৩৬) আল আমিনকে আসামি করে মামলা দায়ের করেছেন। ঘটনায় জড়িত আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলাটির তদন্ত অব্যাহত আছে। যদি আরও কেউ যুক্ত থাকে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।