আ. লীগের দুপক্ষের সংঘর্ষ, ২৫ জনের বিরুদ্ধে মামলা

  • Update Time : ০৯:০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
  • / 130

জেলা প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে সাত মাসের শিশুসহ চারজন গুলিবিদ্ধের ঘটনায় ২৫ জনের নামে মামলা করা হয়েছে। এ মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানো হয়।

আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে গুলিবিদ্ধ জয় মাস্তানের মা শামসুন্নাহার বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানার এ মামলা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন আওয়ামী লীগ নেতা সুরুজ হোসেন অনুসারী আলভি শিকদার (১৭) ও রাসেল শেখ (২৩)। তারাও এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পর গত বুধবার সন্ধ্যার দিকে জুয়েলের বিয়ের খবর শুনে এলাকায় আসেন আলী হোসেনের অনুসারী জয় মাস্তান। এসময় তার প্রতিপক্ষ আওয়ামী লীগ নেতা সুরুজ হোসেনের লোকজন জয় মাস্তানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তাকে ধরে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে পেটে কুপিয়ে গুরুতর আহত করে। এমন সময় শহর থেকে মিশুকে চড়ে জুয়েল ও চাচাত বোন শিশু তাবাসুমকে নিয়ে বিয়ের বাজার করে জাজিরা সৈয়দপুর এলাকায় যাচ্ছিলেন। এ সময় সংঘর্ষের মাঝখানে পড়লে জুয়েল, শিশু তাবাসুম ও মিশুক চালক জহিরুল গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে। আজ সকালে জয়ের মা বাদী হয়ে মামলা করেছে। এ মামলায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Tag :

Please Share This Post in Your Social Media


আ. লীগের দুপক্ষের সংঘর্ষ, ২৫ জনের বিরুদ্ধে মামলা

Update Time : ০৯:০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩

জেলা প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে সাত মাসের শিশুসহ চারজন গুলিবিদ্ধের ঘটনায় ২৫ জনের নামে মামলা করা হয়েছে। এ মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানো হয়।

আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে গুলিবিদ্ধ জয় মাস্তানের মা শামসুন্নাহার বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানার এ মামলা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন আওয়ামী লীগ নেতা সুরুজ হোসেন অনুসারী আলভি শিকদার (১৭) ও রাসেল শেখ (২৩)। তারাও এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পর গত বুধবার সন্ধ্যার দিকে জুয়েলের বিয়ের খবর শুনে এলাকায় আসেন আলী হোসেনের অনুসারী জয় মাস্তান। এসময় তার প্রতিপক্ষ আওয়ামী লীগ নেতা সুরুজ হোসেনের লোকজন জয় মাস্তানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তাকে ধরে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে পেটে কুপিয়ে গুরুতর আহত করে। এমন সময় শহর থেকে মিশুকে চড়ে জুয়েল ও চাচাত বোন শিশু তাবাসুমকে নিয়ে বিয়ের বাজার করে জাজিরা সৈয়দপুর এলাকায় যাচ্ছিলেন। এ সময় সংঘর্ষের মাঝখানে পড়লে জুয়েল, শিশু তাবাসুম ও মিশুক চালক জহিরুল গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে। আজ সকালে জয়ের মা বাদী হয়ে মামলা করেছে। এ মামলায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।