গরুসহ গরু চোর চক্রের ৭ সদস্যকে আটক করেছে পুলিশ
- Update Time : ০৫:২৯:৫০ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
- / 356
পল্লব দাস মান্দা, নওগাঁ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া দুটি গরুসহ আন্তঃজেলা গরু চোর চক্রের ৭ সদস্যকে রাজশাহী থেকে আটক করেছে পুলিশ। এছাড়া চুরির কাজে ব্যবহৃত তিনটি পিকআপ ও চুরি করা গরু বিক্রির ২ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন রাজশাহীর দুর্গাপুর উপজেলার নন্দোপাড়া গ্রামের মৃত কায়েমুদ্দিনের ছেলে মো. সাইফুল মোল্লা (৪১), কাটাখালি থানার মিরকামারী গ্রামের মৃত আলাল ওরফে আফানের ছেলে মো. আলামিন (২৬), একই গ্রামের কামাল হোসেনের ছেলে বেলাল হোসেন ওরফে রুবেল (৩১), মুজাম আলীর ছেলে মো. হাসিবুল (৩২), সমসাদিপুর গ্রামের মৃত আলাল ওরফে আফানের ছেলে মো. পারভেজ আলী (২৮), রাজপাড়া থানার মৃত জনাব আলীর ছেলে মো. শাহ জাহান (৪৫) ও রংপাড়া থানার আলীগঞ্জ গ্রামের হায়দার আলীর ছেলে মো. মাসুম আলী (৫০)।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবুল কালাম সাহিদ জানান, গত প্রায় এক মাস ধরে সদর, নাচোল ও ভোলাহাট উপজেলায় প্রায় ৩৫টি গরু চুরির বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। এর সংখ্যা আরও বাড়তে পারে। গরু চোররা নিজেদেরকে আড়াল করার লক্ষ্যে এক এলাকা থেকে অন্য এলাকায় গিয়ে দ্রুতগামী পিকআপ ব্যবহার করে একাধিক গ্রুপে বিভক্ত হয়ে চুরিসহ ডাকাতির কার্যক্রম পরিচালনা করে।
আবুল কালাম সাহিদ জানান, চোর চক্রের দুই সদস্য আগে এলাকায় গিয়ে অরক্ষিত গরু ঘর দেখে আসতো। পরে গভীর রাতে পুরো দলসহ গিয়ে গরু চুরি করে পাশের জেলা রাজশাহী নিয়ে বাজারে বিক্রি ও মাংস করে বিক্রি করতো। এতে তারা স্থানীয় চোরদের সহযোগিতা নিয়ে এসব করত। আদালতে তাদের বিষয়ে রিমান্ড আবেদন করে এই চক্রের বাকি সদস্যদের আটক করতে অভিযান পরিচালনা করবে পুলিশ।
রাজশাহীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরির কাজে ব্যবহার করা পিকআপ ও একজন অন্যতম মূলহোতাসহ মোট ৭ জনকে আটক করেছ। চক্রের বাকি সদস্যদেরকেও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। আটকদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মাদক, চুরি ও ডাকাতির মামলা রয়েছে। আটক সাইফুলের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিসহ ৬টি, আলামিনের বিরুদ্ধে গরু চুরি ও মাদকসহ ৪টি, পারভেজের বিরুদ্ধে গরু চুরির ২টি, রুবেলের বিরুদ্ধে গরু চুরি ও মাদকসহ ৬টি এবং হাসিবুলের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।