যারাই রাতের আঁধারে মাটি কাটে তাদের আর ছাড় দেওয়া হবেনা: জেলা প্রশাসক

  • Update Time : ০৫:৫৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
  • / 133

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা-
লালমাই পাহাড়সহ যে যেখানে রাতের আঁধারে মাটি কাটে তাদের আর ছাড় দেওয়া হবেনা। তারা নিজেরা লাভবান হবে আর জনগণ ভোগান্তিতে থাকবে এটা হয়না বলে মন্তব্য করেন কুমিল্লার নবাগত জেলা প্রশাসক খন্দকার মুহাম্মদ মুশফিকুর রহমান।

বৃহস্পতিবার (৩১ শে আগস্ট) কুমিল্লার সদর দক্ষিণের বীর মুক্তিযুদ্ধা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মহাসড়কের পাশে যারা বর্জ্য ফেলে তারা এটা ঠিক করেনা। এই মহাসড়ক দিয়ে অনেক বিদেশি মেহমানরা আশা যাওয়া করে। তারা যখন এসব দেখে তখনতো তারাই আমাদের দেশ সম্পর্কে খারাপ ধারনা নেয়। তাই যে হোটেল গুলো এসব বর্জ্য ফেলে তাদের বিরুদ্ধে কিছুদিন পর আমি ব্যবস্থা গ্রহন করব।

অনুষ্ঠান শুরুর পূর্বে উপজেলা পরিষদের মাঠে অসচ্ছল মানুষদের সচ্ছল করতে উন্নয়ন তহবিলের সরকারি অনুদান, সুবিধাবঞ্চিত নারী ও পুরুষদের মাঝে বিতরণ করেন।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার রুবাইয়া খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর দক্ষিণ সার্কেল এএসপি একরামুল হক মারুফ, সদর দক্ষিণ উপজেলার ভূমি কর্মকর্তা আবদুর রহমান, সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ মেজবাহ উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, অর্থমন্ত্রীর পিএস মিজানুর রহমান, সদর দক্ষিণ প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন চাষি, একাডেমিক সুপার ভাইজার সালিমা আখতার প্রমুখ।

Tag :

Please Share This Post in Your Social Media


যারাই রাতের আঁধারে মাটি কাটে তাদের আর ছাড় দেওয়া হবেনা: জেলা প্রশাসক

Update Time : ০৫:৫৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা-
লালমাই পাহাড়সহ যে যেখানে রাতের আঁধারে মাটি কাটে তাদের আর ছাড় দেওয়া হবেনা। তারা নিজেরা লাভবান হবে আর জনগণ ভোগান্তিতে থাকবে এটা হয়না বলে মন্তব্য করেন কুমিল্লার নবাগত জেলা প্রশাসক খন্দকার মুহাম্মদ মুশফিকুর রহমান।

বৃহস্পতিবার (৩১ শে আগস্ট) কুমিল্লার সদর দক্ষিণের বীর মুক্তিযুদ্ধা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মহাসড়কের পাশে যারা বর্জ্য ফেলে তারা এটা ঠিক করেনা। এই মহাসড়ক দিয়ে অনেক বিদেশি মেহমানরা আশা যাওয়া করে। তারা যখন এসব দেখে তখনতো তারাই আমাদের দেশ সম্পর্কে খারাপ ধারনা নেয়। তাই যে হোটেল গুলো এসব বর্জ্য ফেলে তাদের বিরুদ্ধে কিছুদিন পর আমি ব্যবস্থা গ্রহন করব।

অনুষ্ঠান শুরুর পূর্বে উপজেলা পরিষদের মাঠে অসচ্ছল মানুষদের সচ্ছল করতে উন্নয়ন তহবিলের সরকারি অনুদান, সুবিধাবঞ্চিত নারী ও পুরুষদের মাঝে বিতরণ করেন।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার রুবাইয়া খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর দক্ষিণ সার্কেল এএসপি একরামুল হক মারুফ, সদর দক্ষিণ উপজেলার ভূমি কর্মকর্তা আবদুর রহমান, সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ মেজবাহ উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, অর্থমন্ত্রীর পিএস মিজানুর রহমান, সদর দক্ষিণ প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন চাষি, একাডেমিক সুপার ভাইজার সালিমা আখতার প্রমুখ।