কক্সবাজারে হোটেল থেকে লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার
- Update Time : ১২:৩০:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
- / 159
জেলা প্রতিনিধি
কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেল থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক আওয়ামী লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ১০ টার দিকে শহরের হলিডে মোড়ের সানমুন আবাসিক হোটেলের ২০৮নং কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাইফ উদ্দিন পৌর আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন। তার বাড়ি শহরের ঘোনারপাড়া এলাকায়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শহরের হলিডের মোড়ে সানমুন হোটেলের একটি কক্ষে ওই নেতার মরদেহ দেখে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তার পায়ের রগ কাটা ছিলো বলেও জানান ওসি।
ওসি আরও জানান, তবে কে বা কারা তাকে হত্যা করেছে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এখনও তথ্য সংগ্রহ করা হচ্ছে। মরদেহ উদ্ধার করার পর আরও বিস্তারিত জানা যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।