ফতুল্লায় আওয়ামী লীগের অফিসে হামলা, পুলিশসহ আহত ১৪

  • Update Time : ০৯:৫৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
  • / 121

জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় আওয়ামী লীগের অফিস, রেস্টুরেন্ট ও মুদি দোকান ভাঙচুর করার পাশপাশি একাধিক বাসাবাড়িতে লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা। হামলায় পুলিশের উপ-পরিদর্শকসহ চারজনকে কুপিয়ে জখম ও অন্তত ১০ জনকে পিটিয়ে আহত করা হয়েছে।

শনিবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত শহরের মাসদাইর সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে ঈদগাহ পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে নেসার ও সাব্বিরের নেতৃত্বে অর্ধশতাধিক সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। সন্ত্রাসীরা ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অফিস ভাঙচুর করে। পরে সড়কের পাশে রেস্টুরেন্ট ও কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট করে তারা। এসময় বেশ কয়েকজন পথচারীকে কুপিয়ে আহত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আজম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ ঘটনায় বেশ কয়েকজন পথচারী ও রূপগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক মারুফ আহত হয়েছেন। আহত পুলিশ কর্মকর্তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


ফতুল্লায় আওয়ামী লীগের অফিসে হামলা, পুলিশসহ আহত ১৪

Update Time : ০৯:৫৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩

জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় আওয়ামী লীগের অফিস, রেস্টুরেন্ট ও মুদি দোকান ভাঙচুর করার পাশপাশি একাধিক বাসাবাড়িতে লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা। হামলায় পুলিশের উপ-পরিদর্শকসহ চারজনকে কুপিয়ে জখম ও অন্তত ১০ জনকে পিটিয়ে আহত করা হয়েছে।

শনিবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত শহরের মাসদাইর সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে ঈদগাহ পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে নেসার ও সাব্বিরের নেতৃত্বে অর্ধশতাধিক সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। সন্ত্রাসীরা ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অফিস ভাঙচুর করে। পরে সড়কের পাশে রেস্টুরেন্ট ও কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট করে তারা। এসময় বেশ কয়েকজন পথচারীকে কুপিয়ে আহত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আজম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ ঘটনায় বেশ কয়েকজন পথচারী ও রূপগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক মারুফ আহত হয়েছেন। আহত পুলিশ কর্মকর্তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।