নতুন পরিচালক পেল ইবির আইআইইআর

  • Update Time : ০৭:৩১:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
  • / 182

ইবি সংবাদদাতাঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনস্টিটিউট অফ ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) এর পরিচালক পদে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমান এবং ইনস্টিটিউশন কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক পদে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. কাজী আখতার হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম তাদের নিয়োগ দিয়েছেন।

শনিবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, নতুন দায়িত্বপ্রাপ্ত পরিচালকগণ আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তারা নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে আইআইইআরের পরিচালক পদটি শূন্য ছিল। প্রায় ৭ মাস পর পরিচালক পেল আইআইইআর। ফলে বিএড, এমএড ও লাইব্রেরী সায়েন্স এর ক্লাস শেষ হলেও পরীক্ষা আটকে ছিল। এ ছাড়া আইআইইআরের অধীনে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুলের খন্ডকালীন দুইজন শিক্ষকের ছয় মাস বেতনও বন্ধ ছিল। নতুন পরিচালক নিয়োগ হওয়ায় সংকট কাটবে বলে প্রত্যাশা শিক্ষার্থীসহ আইআইইআরের অফিস কর্মকর্তাদের।

আইকিউএসির নতুন পরিচালক অধ্যাপক কাজী আখতার হোসেন বলেন, এ বিষয়ে আমার সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে কিছু জানাইনি। অবগত না করেই দায়িত্ব দিয়েছে। মনে হয় আমি এ দায়িত্ব নিবো না।

Tag :

Please Share This Post in Your Social Media


নতুন পরিচালক পেল ইবির আইআইইআর

Update Time : ০৭:৩১:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩

ইবি সংবাদদাতাঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনস্টিটিউট অফ ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) এর পরিচালক পদে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমান এবং ইনস্টিটিউশন কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক পদে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. কাজী আখতার হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম তাদের নিয়োগ দিয়েছেন।

শনিবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, নতুন দায়িত্বপ্রাপ্ত পরিচালকগণ আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তারা নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে আইআইইআরের পরিচালক পদটি শূন্য ছিল। প্রায় ৭ মাস পর পরিচালক পেল আইআইইআর। ফলে বিএড, এমএড ও লাইব্রেরী সায়েন্স এর ক্লাস শেষ হলেও পরীক্ষা আটকে ছিল। এ ছাড়া আইআইইআরের অধীনে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুলের খন্ডকালীন দুইজন শিক্ষকের ছয় মাস বেতনও বন্ধ ছিল। নতুন পরিচালক নিয়োগ হওয়ায় সংকট কাটবে বলে প্রত্যাশা শিক্ষার্থীসহ আইআইইআরের অফিস কর্মকর্তাদের।

আইকিউএসির নতুন পরিচালক অধ্যাপক কাজী আখতার হোসেন বলেন, এ বিষয়ে আমার সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে কিছু জানাইনি। অবগত না করেই দায়িত্ব দিয়েছে। মনে হয় আমি এ দায়িত্ব নিবো না।