রাণীনগরে ভ্যানগাড়ি চুরির অভিযোগে গ্রেফতার তিন

  • Update Time : ০৬:৫৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩
  • / 151

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে ব্যাটারি চালিত একটি ভ্যানগাড়ি চুরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় লোহাচুড়া বাজার এলাকা থেকে চুরি যাওয়া ভ্যানগাড়িটি উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গোবিন্দপুর সাতানিপাড়া গ্রামের ফিরোজ প্রামানিকের ছেলে রাজু প্রামানিক (২০), গোবিন্দপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে জাহিদ হাসান ওরফে অজো (২০) ও বিষ্ণপুর গ্রামের মৃত ছামচাঁনের ছেলে এমদাদুল ইসলাম ওরফে স্বপন (৩৫)।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, প্রায় দুই বছর আগে উপজেলার লোহাচুড়া গ্রামের মোংলা নামে এক ভ্যান চালকের ব্যাটারি চালিত একটি ভ্যানগাড়ি ঝিনা ব্রিজ এলাকা থেকে চুরি যায়। অনেক খোঁজাখুঁজি করেও সে ভ্যানগাড়িটি আর পায়নি। এরপর হটাৎ করে রবিবার লোহাচুড়া বাজারে তার ভ্যানগাড়িসহ একজনকে দেখতে পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ভ্যানগাড়ি ও একজনকে আটক করে রেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ লোহাচুড়া বাজারে গিয়ে ভ্যানগাড়িটি উদ্ধার করাসহ রাজুকে গ্রেফতার করে। এরপর গ্রেফতার রাজুর দেওয়া তথ্যমতে রাতে অভিযান চালিয়ে জাহিদ ও এমদাদুলকে গ্রেফতার করা হয়।

ওসি আরও জানান, গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে ভ্যান চুরির অভিযোগে রাতেই থানায় মামলা দায়ের করা হয়। সোমবার সকালে গ্রেফতার তিনজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


রাণীনগরে ভ্যানগাড়ি চুরির অভিযোগে গ্রেফতার তিন

Update Time : ০৬:৫৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে ব্যাটারি চালিত একটি ভ্যানগাড়ি চুরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় লোহাচুড়া বাজার এলাকা থেকে চুরি যাওয়া ভ্যানগাড়িটি উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গোবিন্দপুর সাতানিপাড়া গ্রামের ফিরোজ প্রামানিকের ছেলে রাজু প্রামানিক (২০), গোবিন্দপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে জাহিদ হাসান ওরফে অজো (২০) ও বিষ্ণপুর গ্রামের মৃত ছামচাঁনের ছেলে এমদাদুল ইসলাম ওরফে স্বপন (৩৫)।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, প্রায় দুই বছর আগে উপজেলার লোহাচুড়া গ্রামের মোংলা নামে এক ভ্যান চালকের ব্যাটারি চালিত একটি ভ্যানগাড়ি ঝিনা ব্রিজ এলাকা থেকে চুরি যায়। অনেক খোঁজাখুঁজি করেও সে ভ্যানগাড়িটি আর পায়নি। এরপর হটাৎ করে রবিবার লোহাচুড়া বাজারে তার ভ্যানগাড়িসহ একজনকে দেখতে পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ভ্যানগাড়ি ও একজনকে আটক করে রেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ লোহাচুড়া বাজারে গিয়ে ভ্যানগাড়িটি উদ্ধার করাসহ রাজুকে গ্রেফতার করে। এরপর গ্রেফতার রাজুর দেওয়া তথ্যমতে রাতে অভিযান চালিয়ে জাহিদ ও এমদাদুলকে গ্রেফতার করা হয়।

ওসি আরও জানান, গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে ভ্যান চুরির অভিযোগে রাতেই থানায় মামলা দায়ের করা হয়। সোমবার সকালে গ্রেফতার তিনজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।