সীমান্তে ফের ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

  • Update Time : ০৫:৫৭:৫১ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
  • / 186

জেলা প্রতিনিধিঃ

এক সপ্তাহের ব্যবধানে সিলেট সীমান্তে আবারও ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

রবিবার (১ জানুয়ারি) দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত জৈন উদ্দিন কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের বনপুর আদর্শ গ্রামের নুর মিয়ার ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার বিকালে উৎমা সীমান্ত এলাকা দিয়ে চারজনের একটি দল লাকড়ি সংগ্রহের জন্য ভারতে প্রবেশ করেন। তখন ভারতীয় খাসিয়াদের ছোড়া গুলি জৈন উদ্দিনের ঘাড়ে ও পিঠে বিদ্ধ হয়। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। তার সঙ্গে থাকা অন্য তিনজন দৌড়ে বাংলাদেশে ফিরে আসেন।

উৎমা বিজিবি ক্যাম্প কমান্ডারের দায়িত্বে থাকা নায়েক সুবেদার মো. রফিক জানান, লাকড়ি আনতে সীমান্তের ১২৫৭ নম্বর সাব-পিলারের পাশ দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে চারজনের একটি দল। তখন ভারতীয় খাসিয়াদের গুলিতে একজন মারা যান। বাকি তিনজন পালিয়ে আসেন।

তিনি বলেন, ‘সীমান্তবর্তী বাসিন্দাদের নিয়ে প্রায়ই সচেতনতামূলক সভা করা হয়। তার পরও নানান কৌশলে অবৈধভাবে ভারতে প্রবেশ করা থেকে তাদের আটকানো যায় না।’

কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, ‘শনিবার সন্ধ্যায় সীমান্ত থেকে জৈন উদ্দিনের মরদেহ নিয়ে আসেন তার সঙ্গীরা। মরদেহ এনে লুকিয়ে ফেলেন তারা। খবর পেয়ে আজ সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’

গত ২৫ ডিসেম্বর সিলেটের জৈন্তাপুর উপজেলার গোয়াবাড়ি সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে আব্দুস সালাম নামে আরেকজন প্রাণ হারান। তিনি সুপারি সংগ্রহ করতে গিয়েছিলেন বলে জানিয়েছিল পুলিশ।

Tag :

Please Share This Post in Your Social Media


সীমান্তে ফের ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

Update Time : ০৫:৫৭:৫১ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩

জেলা প্রতিনিধিঃ

এক সপ্তাহের ব্যবধানে সিলেট সীমান্তে আবারও ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

রবিবার (১ জানুয়ারি) দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত জৈন উদ্দিন কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের বনপুর আদর্শ গ্রামের নুর মিয়ার ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার বিকালে উৎমা সীমান্ত এলাকা দিয়ে চারজনের একটি দল লাকড়ি সংগ্রহের জন্য ভারতে প্রবেশ করেন। তখন ভারতীয় খাসিয়াদের ছোড়া গুলি জৈন উদ্দিনের ঘাড়ে ও পিঠে বিদ্ধ হয়। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। তার সঙ্গে থাকা অন্য তিনজন দৌড়ে বাংলাদেশে ফিরে আসেন।

উৎমা বিজিবি ক্যাম্প কমান্ডারের দায়িত্বে থাকা নায়েক সুবেদার মো. রফিক জানান, লাকড়ি আনতে সীমান্তের ১২৫৭ নম্বর সাব-পিলারের পাশ দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে চারজনের একটি দল। তখন ভারতীয় খাসিয়াদের গুলিতে একজন মারা যান। বাকি তিনজন পালিয়ে আসেন।

তিনি বলেন, ‘সীমান্তবর্তী বাসিন্দাদের নিয়ে প্রায়ই সচেতনতামূলক সভা করা হয়। তার পরও নানান কৌশলে অবৈধভাবে ভারতে প্রবেশ করা থেকে তাদের আটকানো যায় না।’

কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, ‘শনিবার সন্ধ্যায় সীমান্ত থেকে জৈন উদ্দিনের মরদেহ নিয়ে আসেন তার সঙ্গীরা। মরদেহ এনে লুকিয়ে ফেলেন তারা। খবর পেয়ে আজ সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’

গত ২৫ ডিসেম্বর সিলেটের জৈন্তাপুর উপজেলার গোয়াবাড়ি সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে আব্দুস সালাম নামে আরেকজন প্রাণ হারান। তিনি সুপারি সংগ্রহ করতে গিয়েছিলেন বলে জানিয়েছিল পুলিশ।