কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন বিভাগ উদ্বোধন করেন জাহিদ মালেক
- Update Time : ০৬:৪৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
- / 388
সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা প্রতিনিধি:
রুগীদের সেবার মান আরো বৃদ্ধির লক্ষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ শয্যার আইসিইউ, লিকুইড অক্সিজেন প্ল্যান্ট,অক্সিজেন জেনারেটর,মলিকুলার(RT-PCR) ল্যাব-২ বিভাগ শুভ উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জাহিদ মালেক এমপি।বৃহস্পতিবার(১লা সেপ্টেম্বর)কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুপুরে এ সকল বিভাগগুলো উদ্বোধন করা হয়।কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোহাম্মদ মহিউদ্দিন’র সভাপতিত্বে প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জাহিদ মালেক এমপি উদ্বোধনকালে বলেন,কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যে সকল চিকিৎসা সেবা রয়েছে তাতে আমার মনে হয় কুমিল্লা সহ আসপাশের জেলার রুগীরা আর ঢাকায় যেতে হবেনা।সবাই এখন কুমিল্লাতেই চিকিৎসা পাবে।বর্তমানে সারা বাংলাদেশের সকল মেডিকেলে অত্যাধুনিক মেশিন সহ রুগীদের পরীক্ষা নিরীক্ষার উন্নতমানের ঔষধ রয়েছে।মাননীয় প্রধানমন্ত্রী মেডিকেল হাসপাতাল গুলোতে সেবার বৃদ্ধির জন্য কঠোর নজর দিয়েছেন।তিনি আরও বলেন,মেডিকেল কলেজ হাসপাতাল নোংরা থাকতে পারবেনা।ডাক্তাররা ঠিক মতো চিকিৎসা সেবা দিচ্ছে কিনা তার দিকে পরিচালক সজাগ থাকতে হবে।উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাশার মোহাম্মদ খোরশেদ আলম,স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার,অতিরিক্ত সচিব(প্রশাসন অণুবিভাগ) সাইদুর রহমান,অতিরিক্ত সচিব(হাসপাতাল অণুবিভাগ) নাজমুল হক খান,কুমিল্লা সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইন সহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।উদ্বোধন শেষে মন্ত্রী জাহিদ মালেক এমপি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রুগীদের সাথে কৌশল বিনিময় করেন।