নরসিংদীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

  • Update Time : ০৫:৫৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
  • / 212

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর ঘোড়াশাল কো-অপারেটিভ জুট মিলসের সামনে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. ইমরুল হক (৫০) নিহত হয়েছেন। তিনি পল্লী বিদ্যুতের কর্মচারী ছিলেন।

রোববার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বিকেল ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মো. নাজমুল হক জানান, আমার ভাই ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের কর্মচারী। মোটরসাইকেল চালিয়ে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার সময় কো-অপারেটিভ জুট মিলসের সামনে একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল, পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার তাততলী গ্রামে। নিহতের দুই ছেলে রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media


নরসিংদীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Update Time : ০৫:৫৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর ঘোড়াশাল কো-অপারেটিভ জুট মিলসের সামনে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. ইমরুল হক (৫০) নিহত হয়েছেন। তিনি পল্লী বিদ্যুতের কর্মচারী ছিলেন।

রোববার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বিকেল ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মো. নাজমুল হক জানান, আমার ভাই ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের কর্মচারী। মোটরসাইকেল চালিয়ে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার সময় কো-অপারেটিভ জুট মিলসের সামনে একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল, পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার তাততলী গ্রামে। নিহতের দুই ছেলে রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।