কুমিল্লার ঘটনায় অভিযুক্ত ইকবাল সন্দেহে একজন আটক

  • Update Time : ১১:০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
  • / 203

নিজস্ব প্রতিবেদক:

সহিংস পরিস্থিতি তৈরির লক্ষ্যে কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় অভিযুক্ত ইকবাল হোসেন সন্দেহে একজনকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বিষয়টি বিডি সমাচার কে নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তিনি বিডি সমাচার কে বলেন, ‘ইকবালকে কিছুক্ষণ আগে কক্সবাজার শহর থেকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। তাকে কুমিল্লায় পাঠানোর প্রস্তুতি চলছে।’

অন্যদিকে কুমিল্লার এসপি ফারুক আহমেদ  বিডি সমাচার কে বলেন, ‘ইকবালকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমাদের কাছে তথ্য এসেছে। বিষয়টি বিস্তারিতভাবে যাচাই করা হচ্ছে। তাকে কুমিল্লায় আনার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

অভিযুক্ত ইকবালের বাড়ি কুমিল্লা নগরের সুজানগর এলাকায়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনার ভিত্তিতে ইকবাল হোসেনকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা।

শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীর দিন গত বুধবার ভোরে কুমিল্লা শহরের নানুয়াদিঘির উত্তরপাড়ে দর্পণ সংঘের উদ্যোগে আয়োজিত অস্থায়ী পূজা মণ্ডপে পবিত্র কোরআন পেয়ে অবমাননার অভিযোগ তুলে হামলা করে ভাঙচুর চালায় একদল লোক।

এ ঘটনার জের ধরে ওই দিন চাঁদপুরের হাজীগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলা করতে যাওয়া একদল ব্যক্তির সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। যেখানে হতাহতের ঘটনা ঘটে। এরপর নোয়াখালীর বেগমগঞ্জ ও রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বসতিতে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ বিষয়ে দীর্ঘ অনুসন্ধান করে ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত ব্যক্তিদের শনাক্ত করার কথা জানিয়েছিল পুলিশ। তাদের সবাইকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের মাধ্যমেই নেপথ্যে থাকা ‘মাস্টারমাইন্ড’দের শনাক্ত করা যাবে এমনটাই বিশ্বাস পুলিশের।

Please Share This Post in Your Social Media


কুমিল্লার ঘটনায় অভিযুক্ত ইকবাল সন্দেহে একজন আটক

Update Time : ১১:০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১

নিজস্ব প্রতিবেদক:

সহিংস পরিস্থিতি তৈরির লক্ষ্যে কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় অভিযুক্ত ইকবাল হোসেন সন্দেহে একজনকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বিষয়টি বিডি সমাচার কে নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তিনি বিডি সমাচার কে বলেন, ‘ইকবালকে কিছুক্ষণ আগে কক্সবাজার শহর থেকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। তাকে কুমিল্লায় পাঠানোর প্রস্তুতি চলছে।’

অন্যদিকে কুমিল্লার এসপি ফারুক আহমেদ  বিডি সমাচার কে বলেন, ‘ইকবালকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমাদের কাছে তথ্য এসেছে। বিষয়টি বিস্তারিতভাবে যাচাই করা হচ্ছে। তাকে কুমিল্লায় আনার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

অভিযুক্ত ইকবালের বাড়ি কুমিল্লা নগরের সুজানগর এলাকায়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনার ভিত্তিতে ইকবাল হোসেনকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা।

শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীর দিন গত বুধবার ভোরে কুমিল্লা শহরের নানুয়াদিঘির উত্তরপাড়ে দর্পণ সংঘের উদ্যোগে আয়োজিত অস্থায়ী পূজা মণ্ডপে পবিত্র কোরআন পেয়ে অবমাননার অভিযোগ তুলে হামলা করে ভাঙচুর চালায় একদল লোক।

এ ঘটনার জের ধরে ওই দিন চাঁদপুরের হাজীগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলা করতে যাওয়া একদল ব্যক্তির সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। যেখানে হতাহতের ঘটনা ঘটে। এরপর নোয়াখালীর বেগমগঞ্জ ও রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বসতিতে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ বিষয়ে দীর্ঘ অনুসন্ধান করে ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত ব্যক্তিদের শনাক্ত করার কথা জানিয়েছিল পুলিশ। তাদের সবাইকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের মাধ্যমেই নেপথ্যে থাকা ‘মাস্টারমাইন্ড’দের শনাক্ত করা যাবে এমনটাই বিশ্বাস পুলিশের।