হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হলো হাসান আজিজুল হককে
- Update Time : ১০:৪০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
- / 245
অনুপ চক্রবতী:
উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক কে আজ শনিবার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী থেকে ঢাকা তে নেওয়া হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহীর হযরত শাহমখদুম (র.) বিমানবন্দর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে ঢাকায় নেওয়া হয়। এর আগে নগরীর চৌদ্দপাই এলাকায় বিশ্ববিদ্যালয় হাউজিং সোসাইটির (বিহাস) বাসা থেকে একটি অ্যাম্বুলেন্সে করে হাসান আজিজুল হককে বিমানবন্দরে নেওয়া হয়।
অ্যাম্বুলেন্সে তখন রাজশাহী-২ (সদর) আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহ আজম শান্তনু, ছেলে ইমতিয়াজ হাসানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
হাসান আজিজুল হক কে প্রথমে হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলেও পরবর্তীতে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়।
উল্লেখ্য, লেখকের ছেলে ইমতিয়াজ আহমেদ বেশ কয়েকদিন আগে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে হাসান আজিজুল হকের অসুস্থতার কথা জানান।