সাংবাদিক হত্যায় কাউকে ছাড় দেয়া হবে না: কাদের
- Update Time : ০৭:৩৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
- / 161
নিজস্ব প্রতিবেদকঃ
সাংবাদিক হত্যায় কাউকে ছাড় দেয়া হবে না: কাদের
সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার টঙ্গীতে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি বলেন, সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।
সংবাদ প্রকাশের বুধবার রাতে জামালপুরের বকশীগঞ্জে একাত্তর টিভির সংবাদ সংগ্রাহক নাদিমের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নাদিমের।
সাংবাদিক নাদিম হত্যা ৪৭ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এদের মধ্যে প্রধান অভিযুক্ত স্থানীয় চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাংবাদিক হত্যাকাণ্ডের সন্দেহের তীর বাবুর দিকে যাওয়ায় স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, চেয়ারম্যান জড়িত হলে তার বিচার হবে। তাকে শাস্তির আওতায় আনা হবে। এখন পর্যন্ত আমরা কাউকে রেহাই দেইনি।