৫৬০টি মডেল মসজিদে যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করুন: শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী

  • Update Time : ০৮:৫৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
  • / 193
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব হাফেজ ক্বারী মাওলানা শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী সরকারের দেশব্যাপী ৫৬০টি মডেল মসজিদ নির্মাণের প্রজেক্টকে প্রশংসনীয় উদ্যোগ বলে উল্লেখ করে বলেন, আল্লাহর রাসুল (সা.) যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন মদিনার উপশহরে ইসলামের প্রথম মসজিদ ‘কুবা’ নির্মাণ করেন।
.
পরে মদিনায় পৌঁছেও নিজের বাড়ি নির্মাণের আগে মসজিদ নির্মাণ করা এটাই প্রমাণ করে- ইসলামে মসজিদের গুরুত্ব কত বেশি। বাংলাদেশ সরকার দেশব্যাপী ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করেছেন- এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
.
মসজিদগুলো নির্মাণের উদ্যোগ নেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। পাশাপাশি যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন থাকবে- মসজিদগুলোতে যেন পরহেজগার ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তিগণকে নিয়োগ দেওয়া হয়।
.
এর মাধ্যমে তাঁরা সরকার ইসলাম ও ধর্মপ্রাণ মুসলমানদের জন্যে একটি ঐতিহাসিক ভূমিকা পালন করতে পারবে ইনশাআল্লাহ।
.
মসজিদের যারা ইমাম-খতিবসহ নানা দায়িত্বে থাকবেন তাদের যেন যথাযথ মর্যাদা দেওয়া হয়। সম্মানজনক হাদিয়া ও সুযোগ-সুবিধা দেওয়া হয়। আর যেসব মসজিদ এখনও নির্মাণকাজ চলছে পর্যায়ক্রমে সেগুলো যেন দ্রুত বাস্তবায়িত করা হয় সে আহ্বান জানাই এবং রবের কাছে তাওফীক কামনা করি।

Please Share This Post in Your Social Media


৫৬০টি মডেল মসজিদে যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করুন: শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী

Update Time : ০৮:৫৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব হাফেজ ক্বারী মাওলানা শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী সরকারের দেশব্যাপী ৫৬০টি মডেল মসজিদ নির্মাণের প্রজেক্টকে প্রশংসনীয় উদ্যোগ বলে উল্লেখ করে বলেন, আল্লাহর রাসুল (সা.) যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন মদিনার উপশহরে ইসলামের প্রথম মসজিদ ‘কুবা’ নির্মাণ করেন।
.
পরে মদিনায় পৌঁছেও নিজের বাড়ি নির্মাণের আগে মসজিদ নির্মাণ করা এটাই প্রমাণ করে- ইসলামে মসজিদের গুরুত্ব কত বেশি। বাংলাদেশ সরকার দেশব্যাপী ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করেছেন- এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
.
মসজিদগুলো নির্মাণের উদ্যোগ নেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। পাশাপাশি যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন থাকবে- মসজিদগুলোতে যেন পরহেজগার ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তিগণকে নিয়োগ দেওয়া হয়।
.
এর মাধ্যমে তাঁরা সরকার ইসলাম ও ধর্মপ্রাণ মুসলমানদের জন্যে একটি ঐতিহাসিক ভূমিকা পালন করতে পারবে ইনশাআল্লাহ।
.
মসজিদের যারা ইমাম-খতিবসহ নানা দায়িত্বে থাকবেন তাদের যেন যথাযথ মর্যাদা দেওয়া হয়। সম্মানজনক হাদিয়া ও সুযোগ-সুবিধা দেওয়া হয়। আর যেসব মসজিদ এখনও নির্মাণকাজ চলছে পর্যায়ক্রমে সেগুলো যেন দ্রুত বাস্তবায়িত করা হয় সে আহ্বান জানাই এবং রবের কাছে তাওফীক কামনা করি।