সোনাহাট স্থলবন্দরে আমদানি-রফতানি ৬ দিন বন্ধ
- Update Time : ১২:৩১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
- / 173
পবিত্র ঈদুল ফিতর উদযাপনের জন্য কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অবস্থিত সোনাহাট স্থলবন্দর দিয়ে আগামী সোমবার (১০ মে) থেকে শনিবার (১৫ মে) পর্যন্ত আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
শুক্রবার (০৭ মে) জানা গেছে, সোনাহাট স্থলবন্দর কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা জামান স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্তের কথা সোনাহাট স্থলবন্দর শুল্ক ষ্টেশনের রাজস্ব কর্মকর্তাকে অবগত করা হয়েছে।
এছাড়া এই সিদ্ধান্তের কথা সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক), বিজিবি’র সোনাহাট ক্যাম্পের কমান্ডার, সোনাহাট স্থলবন্দর আমদানি-রফতানিকারক সমিতি এবং এই স্থলবন্দরের উল্টো দিকে অবস্থিত ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার গোলকগঞ্জ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের জানানো হয়েছে।
এ বিষয়টি জানিয়েছেন সোনাহাট স্থলবন্দর কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল।
আগামী ১৬ মে থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি শুরু হবে বলেও জানান তিনি।