বাংলাদেশে বিশ্বব্যাংকের নতুন পরিচালক জ্যাঁ পেসমে

- Update Time : ০২:৫৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
- / 44
বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের নতুন বিভাগীয় পরিচালক হিসেবে দায়িত্ব শুরু করেছেন জ্যাঁ পেসমে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, স্থিতিস্থাপকতা এবং অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থার প্রচারে তার অভিজ্ঞতা এই পদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সোমবার (৩০ জুন) বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্বব্যাংক জানায়, ফরাসি নাগরিক এবং একজন প্রকৌশলী হিসেবে প্রশিক্ষিত পেসমে ২০০৩ সালে একজন সিনিয়র অবকাঠামো বিশেষজ্ঞ হিসেবে বিশ্বব্যাংকে যোগ দেন। এরপর থেকে তিনি বিশ্বব্যাংক গ্রুপের মধ্যে এর বেসরকারি খাত শাখা, আইএফসিসহ বিভিন্ন নেতৃত্ব পদে অধিষ্ঠিত ছিলেন। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আর্থিক খাতের সমস্যা নিয়ে কাজ করার ক্ষেত্রে তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। এর আগে পেসমে গ্লোবাল ডিরেক্টর, ফাইন্যান্স হিসেবে দায়িত্ব পালন করেছেন। যেখানে তিনি সুদৃঢ়, স্থিতিশীল, টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থার উন্নয়নে বিশ্বব্যাংকের প্রচেষ্টার নেতৃত্ব দেন। তিনি বিশ্বব্যাংকের ফিনান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড ইন্টিগ্রিটি গ্লোবাল টিমেরও নেতৃত্ব দিয়েছেন। যাতে দেশগুলিকে শক্তিশালী এবং স্থিতিশীল আর্থিক ব্যবস্থা তৈরি ও পুনরুদ্ধারে সহায়তা করেছে।