ক্রীড়াঙ্গনে অরাজনৈতিক ঐক্য দরকার: মির্জা ফখরুল

  • Update Time : ০৫:৫১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • / 17

মির্জা ফখরুল

ক্রীড়াঙ্গনে অরাজনৈতিক ঐক্যের উপর গুরুত্ব আরোপ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

তিনি বলেছেন, আমাদের নতুন যে যাত্রা শুরু হয়েছে, সেখানে ক্রীড়াঙ্গনে যেটা দরকার সেটা হচ্ছে একটা অরাজনৈতিক ঐক্য।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে মিরপুর পল্লবীর সিটি ক্লাব ফুটবল মাঠে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এ উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, মেধার চর্চা, সুযোগ যেন সবাই পায়। সেই সুযোগে যেন সবচেয়ে ভালো খেলোয়াড় বের হয়ে আসে। আমাদের তরুণ যুবকরা ইদানীং ক্রিকেটের খুব ভক্ত হয়েছে। কিন্তু একটা সময় ছিল যখন ফুটবল ছিল এখানকার জনগণের সবচেয়ে প্রিয় খেলা।

তিনি বলেন, আমি যেটুকু বুঝতে পারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মূল উদ্দেশ্য হচ্ছে তরুণ, যুবকদের রাজনীতির সঙ্গে ক্রীড়াঙ্গনে, খেলাধুলায় পরিচালনা করা। সত্যিকার অর্থেই তিনি যে বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখেন, যে কথা তিনি বারবার বলেন, সত্যিকার অর্থেই একটা অগ্রসর, সমৃদ্ধ একটা বাংলাদেশ নির্মাণ করতে চান। সেখানে তরুণদের ভূমিকাকেই সবচেয়ে বড় মনে করেন।

টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক ও টুর্নামেন্টের প্রধান আহ্বায়ক আক্তার হোসেন ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. জাহেদ পারভেজ চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media


ক্রীড়াঙ্গনে অরাজনৈতিক ঐক্য দরকার: মির্জা ফখরুল

Update Time : ০৫:৫১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

ক্রীড়াঙ্গনে অরাজনৈতিক ঐক্যের উপর গুরুত্ব আরোপ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

তিনি বলেছেন, আমাদের নতুন যে যাত্রা শুরু হয়েছে, সেখানে ক্রীড়াঙ্গনে যেটা দরকার সেটা হচ্ছে একটা অরাজনৈতিক ঐক্য।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে মিরপুর পল্লবীর সিটি ক্লাব ফুটবল মাঠে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এ উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, মেধার চর্চা, সুযোগ যেন সবাই পায়। সেই সুযোগে যেন সবচেয়ে ভালো খেলোয়াড় বের হয়ে আসে। আমাদের তরুণ যুবকরা ইদানীং ক্রিকেটের খুব ভক্ত হয়েছে। কিন্তু একটা সময় ছিল যখন ফুটবল ছিল এখানকার জনগণের সবচেয়ে প্রিয় খেলা।

তিনি বলেন, আমি যেটুকু বুঝতে পারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মূল উদ্দেশ্য হচ্ছে তরুণ, যুবকদের রাজনীতির সঙ্গে ক্রীড়াঙ্গনে, খেলাধুলায় পরিচালনা করা। সত্যিকার অর্থেই তিনি যে বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখেন, যে কথা তিনি বারবার বলেন, সত্যিকার অর্থেই একটা অগ্রসর, সমৃদ্ধ একটা বাংলাদেশ নির্মাণ করতে চান। সেখানে তরুণদের ভূমিকাকেই সবচেয়ে বড় মনে করেন।

টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক ও টুর্নামেন্টের প্রধান আহ্বায়ক আক্তার হোসেন ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. জাহেদ পারভেজ চৌধুরী প্রমুখ।