প্রধান উপদেষ্টা আজ সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবেন
- Update Time : ১১:০৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
- / 15
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ শনিবার সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবেন।
এদিন বেলা ১১টায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
জিতে বৃহস্পতিবার দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল।
নেপালের কাঠমন্ডুতে নেপালে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২৪ এ সাত দলের অংশগ্রহণে বাংলাদেশের অবস্থান ছিল গ্রুপ ‘এ’ তে। এই গ্রুপের বাকি দুই দল ছিল ভারত ও পাকিস্তান। গ্রুপপর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু এবং দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ৩-১ গোলে জয়লাভ করে গ্রুপ সেরা হয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। পরে সেমি-ফাইনালে ভুটানকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে ওঠে। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামের ফাইনাল ম্যাচে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা নিশ্চিত করে সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল। বৃহস্পতিবার দুপুরে দেশে ফেরার পর তাদের ছাদখোলা বাসে বিজয় প্যারেড করানো হয়।