বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের সক্ষমতা বৃদ্ধির তাগিদ
- Update Time : ১০:৪৯:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
- / 18
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির সক্ষমতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।
সোমবার (৯ সেপ্টেম্বর) গুলশানে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় পরিদর্শনকালে উপদেষ্টা একথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, বিএসসিপিএলসির যে সক্ষমতা রয়েছে তার সম্পূর্ণ কাজে লাগাতে হবে। প্রয়োজনে সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। প্রতিষ্ঠানের নিয়োগে অনিয়ম দুর্নীতির কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে।
বিএসসিপিএলসির কর্মকর্তারা উপদেষ্টাকে সাবমেরিন ক্যাবলস ৬ এর সংযোগ এবং এর ফলে বাংলাদেশ কী কী সুবিধা পাবে সেই বিষয়গুলো অবহিত করেন। ১৪টি দেশের ১৬টি প্রতিষ্ঠান সাবমেরিন ক্যাবলস- ৬ এ সংযুক্ত থাকবে যার মেয়াদকাল ২০৪৫ সাল পর্যন্ত বলেও তারা উপদেষ্টাকে অবহিত করেন ।
পরিদর্শনকালে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।