শুরু হয়েছে হাইকোর্টের বিচারকাজ
- Update Time : ০১:৫৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
- / 21
আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে সীমিত আকারে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকাজ শুরু হয়েছে।
এজন্য হাইকোর্টের আটটি বেঞ্চ গঠন করে দিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
বেঞ্চ গঠন বিষয়ে প্রধান বিচারপতির নির্দেশ-সংবলিত নোটিশ রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
নোটিশে বলা হয়, আটটি বেঞ্চের মধ্যে পাঁচটি দ্বৈত এবং তিনটি একক বেঞ্চ গঠন করা হয়েছে।
কোটা সংস্কার দাবি ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে কারফিউ জারির পর গত ৫ আগস্ট থেকে বিচার কাজ বন্ধ হয়ে যায়।
গত ৪ আগস্ট আদালতের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের উদ্ভূত পরিস্থিতিতে সান্ধ্য আইন চলাকালে (কারফিউ) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।
পরে ৭ আগস্ট সুপ্রিম কোর্ট প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনাক্রমে প্রধান বিচারপতি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অধিবেশন স্থগিত করেছেন।