এনটিআরসিএর সামনে আজও অবস্থান নিয়েছেন নিয়োগবঞ্চিত শিক্ষকরা
- Update Time : ০১:৫৮:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
- / 41
সরাসরি নিয়োগের দাবিতে রাজধানীর ইস্কাটনে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ১-১২তম নিবন্ধনে নিয়োগ বঞ্চিত নিবন্ধনধারীরা।
আজ সোমবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে অবস্থান নেন তারা। আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচি শুরু করার কিছুক্ষণ পর এনটিআরসিএ কার্যালয়ের প্রবেশপথ ও ইস্কাটনের রাস্তা আটকে দিয়ে বসে পড়েন।
এসময় নিয়োগবঞ্চিত নিবন্ধনধারীদের শর্তহীনভাবে সরাসরি নিয়োগের দাবিতে থেমে থেমে স্লোগানও দিতে দেখা যায়। আন্দোলনকারীদের দাবি, অর্জিত সনদের মাধ্যমে তাদের শর্তহীনভাবে সরাসরি নিয়োগ দিতে হবে। দাবি পূরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেছেন তারা।
আন্দোলনকারীরা বলছেন, তাদের রোল নম্বর ব্যবহার করে অন্যজন চাকরি করছে। এই সুযোগ এনটিআরসিএ অবৈধভাবে করে দিয়েছে। এজন্য ১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগ দিচ্ছে না।
এনটিআরসিএর নিবন্ধন নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরামের সভাপতি নীলিমা চক্রবর্তী বলেন, “দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব। সংকট নিরসনে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চাই। তিনিই পারেন আমাদের জন্য নিয়োগের সুপারিশ করে আমাদের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে।”
নিয়োগের দাবিতে কাফনের কাপড় পরা নাম প্রকাশে অনিচ্ছুক এক নিবন্ধনধারী বলেন, “আমার ২টা নিবন্ধন সনদ আছে। আমি আশাবাদী ছিলাম আমার নিয়োগটা হবে। আমি যখন আবেদন করেছি তখন আবেদন করতে ১৮০ টাকা সরকারি খরচ ছিল। এর বাইরে কম্পিউটার দোকানে ১০০ টাকার মতো খরচ হয়েছে। এভাবে আবেদন বাবদই আমার ৩০ হাজার টাকার উপরে খরচ হয়েছে। সরকারের কাছে আমার আবেদন, মানবিক দিক বিবেচনা করে আমাদের নিয়োগ নিশ্চিত করুন।”