২৪ ঘণ্টায় যমুনার পানি বেড়েছে ৩৩ সেন্টিমিটার
- Update Time : ০৮:৩৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
- / 59
পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ৩৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এছাড়াও জেলার সব নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে জেলার বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে।
মঙ্গলবার (২ জুলাই) টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী নূরুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত যমুনা নদীর পোড়াবাড়ী পয়েন্টে ৩৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১ দশমিক ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে বিপৎসীমার ১০ দশমিক ৩৮ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল এ নদীর পানি।
এ বিষয়ে টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী নূরুল আমিন জানান, যমুনাসহ জেলার অন্যান্য নদ-নদীর পানি কমতে শুরু করে। কিন্তু ফের ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে যমুনাসহ জেলার সব নদীতে পানি বৃদ্ধি পেতে শুরু করছে।