আওয়ামী লীগের জনসভা দুপুরে,বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক
- Update Time : ১২:৩৬:১০ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
- / 178
আজ সোমবার (১ জানুয়ারি)বেলা ২টায় রাজধানীর কলাবাগান মাঠে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের জনসভায় বন্ধ থাকছে ঢাকার যেসব সড়ক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর কলাবাগান মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা উপলক্ষে সড়কে ডাইভারশন করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের এ কর্মসূচি শুরু হবে বেলা ২টায়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১ জানুয়ারি) বিকেল ৩টা থেকে ধানমন্ডির কলাবাগান মাঠে আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী জনসভা নিয়ে কিছু সড়কে ডাইভারশন করেছে ট্রাফিক বিভাগ।
সম্ভাব্য ডাইভারশন পয়েন্টসমূহ হলো :
১. সাইন্সল্যাব ক্রসিং,
২. পান্থপথ ক্রসিং,
৩. ধানমন্ডি ২৭নং রোড ক্রসিং,
৪. ধানমন্ডি ৩নং রোড ক্রসিং।
• মিরপুরের গাবতলী থেকে রাসেল স্কয়ার ও আজিমপুর অভিমুখী যাত্রীবাহী যানবাহন মানিক মিয়া এভিনিউ হতে ধানমন্ডি ২৭নং রোডে ডানে মোড় নিয়ে শংকর-ঝিগাতলা-সাইন্সল্যাব হয়ে গন্তব্যে পৌঁছাবে।
• নিউমার্কেট ও সাইন্সল্যাব হতে আগত রাসেল স্কয়ার অভিমুখী যাত্রীবাহী যানবাহন ধানমন্ডি ২নং রোডে বামে মোড় নিয়ে ঝিগাতলা-শংকর-ধানমন্ডি ২৭নং রোড হয়ে গন্তব্যে পৌঁছাবে।
• রেইনবো, এফডিসি হতে রাসেল স্কয়ার অভিমুখী যাত্রীবাহী যানবাহন সোনারগাঁও ক্রসিংয়ে বামে মোড় নিয়ে বাংলামোটর দিয়ে শাহবাগ হয়ে গন্তব্যে পৌঁছাবে।
রাজধানীবাসীর সুবিধার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক রমনা বিভাগের পক্ষ থেকে বিষয়টি প্রচার করা হল।