তফসিল ঘোষণা নিয়ে আগামীকাল ইসির বৈঠক

  • Update Time : ০৪:০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
  • / 106

নিজস্ব প্রতিবেদকঃ

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল নিয়ে আগামীকাল বুধবার বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন। এরপর জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম।

তিনি জানান, বুধবার বিকাল ৫টায় কমিশনের সভা অনুষ্ঠিত হবে। আর সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার।

ইসি সচিব বলেন, কবে, কখন, কীভাবে তফসিল ঘোষিত হবে তা আগামীকাল (বুধবার) ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

নভেম্বরের প্রথমার্ধে তফসিল দেওয়ার কথা কমিশন জানিয়ে আসছে, সেক্ষেত্রে ১৫ নভেম্বর বুধবারই তফসিল ঘোষণা করা হবে কি না জানতে চাইলে সচিব বলেন, সবকিছুর বিষয়ে বুধবার জানানো হবে।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ৩০ ডিসেম্বর। নির্বাচনের পর সংসদের প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ৩০ জানুয়ারি। তাই সংবিধান অনুযায়ী, বর্তমান সংসদের পাঁচ বছর মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি। পরবর্তী সংসদের জন্য ভোটগ্রহণ করতে হবে তার আগের নব্বই দিনের মধ্যে। অর্থাৎ গত ১ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে।

আর ২৯ জানুয়ারির মধ্যে রয়েছে নির্বাচন সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা।

Tag :

Please Share This Post in Your Social Media


তফসিল ঘোষণা নিয়ে আগামীকাল ইসির বৈঠক

Update Time : ০৪:০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল নিয়ে আগামীকাল বুধবার বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন। এরপর জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম।

তিনি জানান, বুধবার বিকাল ৫টায় কমিশনের সভা অনুষ্ঠিত হবে। আর সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার।

ইসি সচিব বলেন, কবে, কখন, কীভাবে তফসিল ঘোষিত হবে তা আগামীকাল (বুধবার) ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

নভেম্বরের প্রথমার্ধে তফসিল দেওয়ার কথা কমিশন জানিয়ে আসছে, সেক্ষেত্রে ১৫ নভেম্বর বুধবারই তফসিল ঘোষণা করা হবে কি না জানতে চাইলে সচিব বলেন, সবকিছুর বিষয়ে বুধবার জানানো হবে।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ৩০ ডিসেম্বর। নির্বাচনের পর সংসদের প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ৩০ জানুয়ারি। তাই সংবিধান অনুযায়ী, বর্তমান সংসদের পাঁচ বছর মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি। পরবর্তী সংসদের জন্য ভোটগ্রহণ করতে হবে তার আগের নব্বই দিনের মধ্যে। অর্থাৎ গত ১ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে।

আর ২৯ জানুয়ারির মধ্যে রয়েছে নির্বাচন সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা।