রাজধানীতে কড়া নিরাপত্তা, তল্লাশি-জিজ্ঞাসাবাদ তারুণ্যের সমাবেশ

  • Update Time : ১১:২৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
  • / 144

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ ও ফরিদপুর সাংগঠনিক বিভাগীয় অঞ্চলের নেতাকর্মীদের নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে আজ।

এদিকে সমাবেশে যোগ দিতে অনেকেই ঢাকায় চলে এসেছেন। তাই সকাল থেকে রাজধানীর প্রবেশদ্বার আমিন বাজার, কেরাণীগঞ্জ, পোস্তগোলাসহ বিভিন্ন এলাকায় কড়া অবস্থানে দেখা গেছে আইনশৃঙ্খলাবাহিনীকে। পথচারীদের করতে দেখা গেছে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি।

জানা গেছে, রাজধানীর বাবুবাজার ব্রিজ ও পোস্তগোলা ব্রিজ এলাকায় কড়া নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইনশৃঙ্খলাবাহিনী। সেখানে যাত্রীবাহী পরিবহণগুলোতে তল্লাশি চলছে। সড়কে সন্দেহ হলেই পথচারীদেরও করা হচ্ছে তল্লাশি।

এদিকে আজ তারুণ্যের সমাবেশ থেকে বিএনপির একদফা দাবি বাস্তবায়নের অঙ্গিকারের পাশাপাশি আসতে পারে নতুন বর্তা। শুক্রবার (২১ জুলাই) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিভাগীয় তারুণ্যের সমাবেশ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু এমন ইঙ্গিত দিয়েছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media


রাজধানীতে কড়া নিরাপত্তা, তল্লাশি-জিজ্ঞাসাবাদ তারুণ্যের সমাবেশ

Update Time : ১১:২৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ ও ফরিদপুর সাংগঠনিক বিভাগীয় অঞ্চলের নেতাকর্মীদের নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে আজ।

এদিকে সমাবেশে যোগ দিতে অনেকেই ঢাকায় চলে এসেছেন। তাই সকাল থেকে রাজধানীর প্রবেশদ্বার আমিন বাজার, কেরাণীগঞ্জ, পোস্তগোলাসহ বিভিন্ন এলাকায় কড়া অবস্থানে দেখা গেছে আইনশৃঙ্খলাবাহিনীকে। পথচারীদের করতে দেখা গেছে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি।

জানা গেছে, রাজধানীর বাবুবাজার ব্রিজ ও পোস্তগোলা ব্রিজ এলাকায় কড়া নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইনশৃঙ্খলাবাহিনী। সেখানে যাত্রীবাহী পরিবহণগুলোতে তল্লাশি চলছে। সড়কে সন্দেহ হলেই পথচারীদেরও করা হচ্ছে তল্লাশি।

এদিকে আজ তারুণ্যের সমাবেশ থেকে বিএনপির একদফা দাবি বাস্তবায়নের অঙ্গিকারের পাশাপাশি আসতে পারে নতুন বর্তা। শুক্রবার (২১ জুলাই) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিভাগীয় তারুণ্যের সমাবেশ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু এমন ইঙ্গিত দিয়েছিলেন।