অখণ্ড ভারত’ মানচিত্র নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয়

  • Update Time : ০৯:২০:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
  • / 128

নিজস্ব প্রতিবেদকঃ

ভারতের পালার্মেন্ট ভবনে স্থাপিত ‘অখণ্ড ভারতের’ মানচিত্র নিয়ে মুখ খুলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, এ বিষয়ে ভারতের আনুষ্ঠানিক ব্যাখ্যা জানার জন্য দিল্লিতে বাংলাদেশ দূতাবাসকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৫ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলালপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মানচিত্রটি নিয়ে বিভিন্ন মহল থেকে ক্ষোভ প্রকাশ করা হচ্ছে। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘এটি নিয়ে সংশয় প্রকাশ করার কোনো কারণ নেই। তারপরেও বাড়তি ব্যাখ্যার জন্য আমরা দিল্লির মিশনকে বলেছি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলতে, তাদের আনুষ্ঠানিক ব্যাখ্যা কী তা জানার জন্য।’

শাহরিয়ার আলম বলেন, ‘আমরা যেটা জেনেছি, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন যে, এটি অশোকা সাম্রাজ্যের মানচিত্র, এটি খ্রিষ্টের জন্মের তিনশ বছর আগের। সেই সময়ের যে অঞ্চলটি ছিল, তার একটি মানচিত্র এবং এটি একটি ম্যুরাল। ওই ম্যুরালে চিত্রায়ন করা হয়েছে মানুষের যাত্রা। এখানে সাংস্কৃতিক মিল থাকতে পারে। কিন্তু এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।’

সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসবে, সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার তত বাড়বে। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।

গত ২৮ মে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন করেন। সেদিন দেশটির সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী ম্যুরালটিকে ‘অখণ্ড ভারত’ হিসেবে বর্ণনা করেছিলেন। এই ম্যুরালের মাধ্যমে অখণ্ড ভারতের যে মানচিত্র আঁকা হয়েছে, তাতে রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মিয়ানমার।

এ নিয়ে নেপাল, পাকিস্তানসহ কয়েকটি দেশ ইতোমধ্যে প্রতিক্রিয়া দেখিয়েছে। বাংলাদেশেও সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজনৈতিক অঙ্গনে এটা নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। এবার মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে মুখ খোলা হলো।

Tag :

Please Share This Post in Your Social Media


অখণ্ড ভারত’ মানচিত্র নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয়

Update Time : ০৯:২০:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

ভারতের পালার্মেন্ট ভবনে স্থাপিত ‘অখণ্ড ভারতের’ মানচিত্র নিয়ে মুখ খুলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, এ বিষয়ে ভারতের আনুষ্ঠানিক ব্যাখ্যা জানার জন্য দিল্লিতে বাংলাদেশ দূতাবাসকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৫ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলালপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মানচিত্রটি নিয়ে বিভিন্ন মহল থেকে ক্ষোভ প্রকাশ করা হচ্ছে। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘এটি নিয়ে সংশয় প্রকাশ করার কোনো কারণ নেই। তারপরেও বাড়তি ব্যাখ্যার জন্য আমরা দিল্লির মিশনকে বলেছি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলতে, তাদের আনুষ্ঠানিক ব্যাখ্যা কী তা জানার জন্য।’

শাহরিয়ার আলম বলেন, ‘আমরা যেটা জেনেছি, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন যে, এটি অশোকা সাম্রাজ্যের মানচিত্র, এটি খ্রিষ্টের জন্মের তিনশ বছর আগের। সেই সময়ের যে অঞ্চলটি ছিল, তার একটি মানচিত্র এবং এটি একটি ম্যুরাল। ওই ম্যুরালে চিত্রায়ন করা হয়েছে মানুষের যাত্রা। এখানে সাংস্কৃতিক মিল থাকতে পারে। কিন্তু এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।’

সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসবে, সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার তত বাড়বে। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।

গত ২৮ মে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন করেন। সেদিন দেশটির সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী ম্যুরালটিকে ‘অখণ্ড ভারত’ হিসেবে বর্ণনা করেছিলেন। এই ম্যুরালের মাধ্যমে অখণ্ড ভারতের যে মানচিত্র আঁকা হয়েছে, তাতে রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মিয়ানমার।

এ নিয়ে নেপাল, পাকিস্তানসহ কয়েকটি দেশ ইতোমধ্যে প্রতিক্রিয়া দেখিয়েছে। বাংলাদেশেও সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজনৈতিক অঙ্গনে এটা নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। এবার মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে মুখ খোলা হলো।