জয়ের ব্যাপারে আশাবাদী জাহাঙ্গীরের মা জায়েদা খাতুন
- Update Time : ১১:২০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
- / 109
নিজস্ব প্রতিবেদকঃ
ইনশাল্লাহ ভোটের পরিবেশ ভাল। এইভাবে যদি ভোট হয় তাহলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আপনারা সবাইকে ভোট দিতে ডাকেন। ভোট প্রদান শেষে এ প্রতিক্রিয়া জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী জায়েদা খাতুন।
বৃহস্পতিবার সকাল ৮টায় ঢাকার লাগোয়া এ সিটি করপোরেশনে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়। সকাল ১০টার দিকে নগরীর কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট দেন টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী জায়েদা।
এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে গাজীপুরের বরখাস্ত মেয়র মো. জাহাঙ্গীর আলম। ইভিএম নিয়ে কোনো অভিযোগ নেই জানিয়ে টেবিল ঘড়ি প্রতীকের এই প্রার্থী বলেন, “আমার কাছে ভাল লাগছে।”
ভোটের পরিবেশ নিয়েও কোনো অভিযোগ নেই বলে জানান জায়েদা খাতুন।
এ সময় জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, “এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। তবে কিছু কেন্দ্রে আমাদের এজেন্টদের বের করে দেওয়ার চেষ্টা হয়েছে, যদিও পরে তারা কেন্দ্রে গেছে। তাদের ভয় দেখানো হয়েছে খবর পেয়েছি।
“গাজীপুরের মানুষ আমার মাকে টেবিল ঘড়ি মার্কায় ভোট দিতে ঐক্যবদ্ধ হয়েছেন।” তবে কোন কেন্দ্রে এজেন্টদের বাধা দেওয়া হয়েছে জানতে চাইলে সুনির্দিষ্টভাবে কিছু জানাতে পারেননি জাহাঙ্গীর।
গাজীপুরের এবারের ভোটে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনার কথা বলছেন বিশ্লেষকরা, সেখানে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খান রয়েছেন মূল প্রতিদ্বন্দ্বিতায়।
বিএনপি এবার দলীয়ভাবে মাঠে নেই। তবে সরকার শাহনুর ইসলাম রনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, যার বাবা বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলেন। চাচা হাসানউদ্দিন সরকার ২০১৮ সালের ভোটে বিএনপির মেয়র প্রার্থী ছিলেন, শেষ পর্যন্ত হেরে গিয়েছিলেন আওয়ামী লীগের জাহাঙ্গীর আলমের কাছে।