বিদেশিদের কান ভারী করছেন দেশীয় কিছু সাহেব: আইনমন্ত্রী

  • Update Time : ১১:০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
  • / 114

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিদেশিরা যেন ষড়যন্ত্র করতে পারে তার জন্য আমাদের দেশীয় কিছু সাহেব তাদের কান ভারী করছেন।

রোববার (৩০ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার টি. আলী কলেজ মাঠে এবি ব্যাংক লিমিটেড আয়োজিত কৃষিঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ এখন সুখে আছে। কিন্তু একটা পক্ষ বলছে যে মানুষ খুবই কষ্টে আছে। একটা কথা সঠিক, আমরাও সেটা বুঝি। আমরাও চেষ্টা করি সেটা লাঘব করার। জিনিসপত্রের দাম বেড়েছে। মানুষের কষ্ট হচ্ছে আমরা জানি। কিন্তু এটা কেন হচ্ছে? এই দাম তো পাঁচ বছর আগে বাড়েনি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সবকিছুর দাম এখন ঊর্ধ্বমুখী। যুদ্ধের কারণে সারাবিশ্ব এই জায়গায় পৌঁছেছে।

অনুষ্ঠানে এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল এহসান খান, কসবা পৌরসভা মেয়র মো. গোলাম হাক্কানী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ আজিজ, উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম।

পরে মন্ত্রী এবি ব্যাংক লিমিটেডের উদ্যোগে স্মার্ট কার্ডের মাধ্যমে ১৮শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ১৭ কোটি টাকার ঋণ বিতরণ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media


বিদেশিদের কান ভারী করছেন দেশীয় কিছু সাহেব: আইনমন্ত্রী

Update Time : ১১:০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিদেশিরা যেন ষড়যন্ত্র করতে পারে তার জন্য আমাদের দেশীয় কিছু সাহেব তাদের কান ভারী করছেন।

রোববার (৩০ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার টি. আলী কলেজ মাঠে এবি ব্যাংক লিমিটেড আয়োজিত কৃষিঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ এখন সুখে আছে। কিন্তু একটা পক্ষ বলছে যে মানুষ খুবই কষ্টে আছে। একটা কথা সঠিক, আমরাও সেটা বুঝি। আমরাও চেষ্টা করি সেটা লাঘব করার। জিনিসপত্রের দাম বেড়েছে। মানুষের কষ্ট হচ্ছে আমরা জানি। কিন্তু এটা কেন হচ্ছে? এই দাম তো পাঁচ বছর আগে বাড়েনি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সবকিছুর দাম এখন ঊর্ধ্বমুখী। যুদ্ধের কারণে সারাবিশ্ব এই জায়গায় পৌঁছেছে।

অনুষ্ঠানে এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল এহসান খান, কসবা পৌরসভা মেয়র মো. গোলাম হাক্কানী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ আজিজ, উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম।

পরে মন্ত্রী এবি ব্যাংক লিমিটেডের উদ্যোগে স্মার্ট কার্ডের মাধ্যমে ১৮শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ১৭ কোটি টাকার ঋণ বিতরণ করেন।