সংঘাতময় সুদান থেকে ফিরিয়ে আনা হচ্ছে বাংলাদেশিদের

  • Update Time : ০২:০৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
  • / 131

নিজস্ব প্রতিবেদকঃ

সুদানের পার্লামেন্টারি আর্মি র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ও সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৪০০ মানুষ। সর্বশেষ সোমবার রাত ১০টা থেকে ৭২ ঘন্টার যুদ্ধবিরতি চলছে দেশটিতে।

এমন পরিস্থিতিতে সুদানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে অন্য দেশের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি জানান, খার্তুমে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে এই বার্তা সেখানে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে প্রচার শুরু করেছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।ফাইল ছবি:
প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করবে, কীভাবে-কোন পদ্ধতিতে তারা যাত্রা করবেন। সবাইকে দূতাবাসের নির্দেশনা মেনে রেজিস্ট্রেশন এবং প্রয়োজনীয় কাজ করার অনুরোধ করা হচ্ছে।

তিনি লেখেন, বাংলাদেশের সাংবাদিকদের অনুরোধ করছি, দূতাবাসে যোগাযোগ না করার জন্য। কারণ সবাই ব্যস্ত এবং রুটগুলো নিরাপত্তার খাতিরে না জানানোই ভালো। আমরা সবার সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল থেকে সুদানের আরএসএফ ও সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৪০০ মানুষ।

সুদানের সামরিক নেতৃত্বের দুই অংশের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বের কারণে এই সহিংসতা শুরু হয়। বেশ কিছু দিন ধরে চলা সহিংসতায় রাজধানী খার্তুমে বোমা বিস্ফোরণ, গোলাবর্ষণ ও বন্দুকের গুলিবিনিময় অব্যাহত রয়েছে।

এর মধ্যে সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে সামরিক বাহিনীর দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপ। সোমবার রাত ১০টা থেকে ৭২ ঘন্টার এই যুদ্ধবিরতি চলছে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বরাতে জানিয়েছে বিবিসি।

Tag :

Please Share This Post in Your Social Media


সংঘাতময় সুদান থেকে ফিরিয়ে আনা হচ্ছে বাংলাদেশিদের

Update Time : ০২:০৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

সুদানের পার্লামেন্টারি আর্মি র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ও সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৪০০ মানুষ। সর্বশেষ সোমবার রাত ১০টা থেকে ৭২ ঘন্টার যুদ্ধবিরতি চলছে দেশটিতে।

এমন পরিস্থিতিতে সুদানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে অন্য দেশের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি জানান, খার্তুমে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে এই বার্তা সেখানে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে প্রচার শুরু করেছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।ফাইল ছবি:
প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করবে, কীভাবে-কোন পদ্ধতিতে তারা যাত্রা করবেন। সবাইকে দূতাবাসের নির্দেশনা মেনে রেজিস্ট্রেশন এবং প্রয়োজনীয় কাজ করার অনুরোধ করা হচ্ছে।

তিনি লেখেন, বাংলাদেশের সাংবাদিকদের অনুরোধ করছি, দূতাবাসে যোগাযোগ না করার জন্য। কারণ সবাই ব্যস্ত এবং রুটগুলো নিরাপত্তার খাতিরে না জানানোই ভালো। আমরা সবার সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল থেকে সুদানের আরএসএফ ও সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৪০০ মানুষ।

সুদানের সামরিক নেতৃত্বের দুই অংশের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বের কারণে এই সহিংসতা শুরু হয়। বেশ কিছু দিন ধরে চলা সহিংসতায় রাজধানী খার্তুমে বোমা বিস্ফোরণ, গোলাবর্ষণ ও বন্দুকের গুলিবিনিময় অব্যাহত রয়েছে।

এর মধ্যে সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে সামরিক বাহিনীর দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপ। সোমবার রাত ১০টা থেকে ৭২ ঘন্টার এই যুদ্ধবিরতি চলছে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বরাতে জানিয়েছে বিবিসি।