আরাভের সঙ্গে সাবেক পুলিশের কর্মকর্তার সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে: আইজিপি

  • Update Time : ০৫:৩২:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
  • / 124

নিজস্ব প্রতিবেদক

দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী ও হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের সঙ্গে পুলিশের সাবেক এক শীর্ষ কর্মকর্তার সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

আজ সোমবার (২০ মার্চ) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার এনায়েত বাজার পুলিশ ফাঁড়ি উদ্বোধনের পর গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। পাশাপাশি অভিনেত্রী মাহিয়া মাহির সঙ্গেও কোনো অন্যায় হবে না বলেও আশ্বস্ত করেন পুলিশ প্রধান।

আইজিপি সাংবাদিকদের বলেন, আরাভ খানের সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সংশ্লিষ্টতার অভিযোগ আমরা খতিয়ে দেখছি। উপযুক্ত সময়ে আমরা আপনাদের তা জানাব। এরই মধ্যে পুলিশ হত্যা মামলায় যে নামে চার্জশিট হয়েছে সেটিতে রেড নোটিস জারির জন্য ইন্টারপোলকে চিঠি পাঠানো হয়েছে। একটু আগে আমার কাছে খবর এসেছে, ইন্টারপোল এটি গ্রহণ করেছে। এখন বাকি কাজ তারা করবে।

মাহিয়া মাহিকে নিয়ে অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাহি জামিন পেয়েছেন। আমি এটা বলতে পারি কারো প্রতিই কোনো অন্যায় করা হবে না।

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কিত এক প্রশ্নের জবাবে বলেন, ক্যাম্পগুলো সম্পূর্ণরূপে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা সবাই মিলে দায়িত্ব পালন করছি। পুলিশ, জেলা পুলিশ, এপিবিএন, র‍্যাব, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের সবাই মিলে কাজ করছি। আইনশৃঙ্খলা বিঘ্নকারীরা যেসব কাজ করছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

এর আগে ২০১৮ সালের ৭ জুলাই ঢাকায় পুলিশের পরিদর্শক মামুন এমরান খান খুন হন। সেই খুনের আসামি হয়ে দেশ ছেড়েছিলেন রবিউল। পরে গত বুধবার দুবাইয়ে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আরাভ জুয়েলার্সের উদ্বোধন করে ফের আলোচনায় আসেন আরাভ খান ওরফে রবিউল।

Tag :

Please Share This Post in Your Social Media


আরাভের সঙ্গে সাবেক পুলিশের কর্মকর্তার সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে: আইজিপি

Update Time : ০৫:৩২:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক

দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী ও হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের সঙ্গে পুলিশের সাবেক এক শীর্ষ কর্মকর্তার সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

আজ সোমবার (২০ মার্চ) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার এনায়েত বাজার পুলিশ ফাঁড়ি উদ্বোধনের পর গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। পাশাপাশি অভিনেত্রী মাহিয়া মাহির সঙ্গেও কোনো অন্যায় হবে না বলেও আশ্বস্ত করেন পুলিশ প্রধান।

আইজিপি সাংবাদিকদের বলেন, আরাভ খানের সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সংশ্লিষ্টতার অভিযোগ আমরা খতিয়ে দেখছি। উপযুক্ত সময়ে আমরা আপনাদের তা জানাব। এরই মধ্যে পুলিশ হত্যা মামলায় যে নামে চার্জশিট হয়েছে সেটিতে রেড নোটিস জারির জন্য ইন্টারপোলকে চিঠি পাঠানো হয়েছে। একটু আগে আমার কাছে খবর এসেছে, ইন্টারপোল এটি গ্রহণ করেছে। এখন বাকি কাজ তারা করবে।

মাহিয়া মাহিকে নিয়ে অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাহি জামিন পেয়েছেন। আমি এটা বলতে পারি কারো প্রতিই কোনো অন্যায় করা হবে না।

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কিত এক প্রশ্নের জবাবে বলেন, ক্যাম্পগুলো সম্পূর্ণরূপে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা সবাই মিলে দায়িত্ব পালন করছি। পুলিশ, জেলা পুলিশ, এপিবিএন, র‍্যাব, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের সবাই মিলে কাজ করছি। আইনশৃঙ্খলা বিঘ্নকারীরা যেসব কাজ করছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

এর আগে ২০১৮ সালের ৭ জুলাই ঢাকায় পুলিশের পরিদর্শক মামুন এমরান খান খুন হন। সেই খুনের আসামি হয়ে দেশ ছেড়েছিলেন রবিউল। পরে গত বুধবার দুবাইয়ে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আরাভ জুয়েলার্সের উদ্বোধন করে ফের আলোচনায় আসেন আরাভ খান ওরফে রবিউল।